এক্সপ্লোর
Advertisement
গাড়ি ওভারটেক করায় বচসা, গুলি করে খুন ছাত্রকে, অভিযুক্ত জেডি-ইউ বিধায়কের ছেলে
গয়া: গাড়ি ওভারটেক করা নিয়ে বচসার জেরে দ্বাদশ শ্রেণির ছাত্রকে গুলি করে খুনের অভিযোগ বিহারের রাজ্যের শাসক দল জেডিইউ নেত্রীর ছেলে রকি যাদবের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে বিধায়কের দেহরক্ষীর বিরুদ্ধেও। পুলিশ এই ঘটনায় মনোরমা দেবীর স্বামী বিন্দি যাদবকে আটক করেছে।
পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় বুদ্ধগয়া থেকে সঙ্গীদের সঙ্গে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন আদিত্য সচদেব নামে দ্বাদশ শ্রেণির ছাত্র। সেই সময় রকির ল্যান্ড রোভার গাড়িকে ওভারটেক করা নিয়ে বচসা শুরু হয়। আদিত্য বন্ধুদের সঙ্গে সুইফ্ট গাড়িতে ছিলেন।
অভিযোগ, ওভারটেক করার পরই ল্যান্ড রোভারের আরোহীরা সুইফ্ট গাড়িটি থামায় এবং গাড়ির আরোহী আদিত্যকে ক্ষমা চাইতে বলে। আভিযোগ, আদিত্য ক্ষমা চাওয়ার পর তাকে চলে যেতে যেতে দেওয়া হয় এবং তারপর গাড়ির পিছনে গুলি করা হয়। সুইফ্টের গাড়ির পিছনে বসে থাকা আদিত্য গুলিবিদ্ধ হয় এবং তার মৃত্যু হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement