এক্সপ্লোর
Advertisement
৩,৭০০ কোটি টাকার ঋণখেলাপের মামলায় গ্রেফতার রোটোম্যাক কর্ণধার ও তাঁর ছেলে
নয়াদিল্লি: প্রায় ৩,৭০০ কোটি টাকা ঋণখেলাপের অভিযোগে গ্রেফতার করা হল রোটোম্যাক পেন সংস্থার কর্ণধার বিক্রম কোঠারি ও তাঁর ছেলে রাহুলকে। ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতেই আজ বিক্রম ও রাহুলকে গ্রেফতার করল সিবিআই।
ইলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে রোটোম্যাক কর্ণধার ৩,৬৯৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলে অভিযোগ। তদন্তে নেমে গতকাল দীর্ঘক্ষণ বিক্রম ও রাহুলকে জেরা করে সিবিআই। বিক্রম ব্যাঙ্কগুলি থেকে ঋণ নেওয়ার কথা স্বীকার করলেও, ফেরত না দেওয়ার কথা অস্বীকার করেন। আজ তদন্তকারীরা কানপুরে বিক্রম ও রাহুলের বাসভবন ও অফিসে তল্লাশি চালান। এরপরেই তাঁদের গ্রেফতার করা হল।
বিক্রমের বাবা মনসুখভাই কোঠারি ‘পান পরাগ’-কে জনপ্রিয় করে তুলেছিলেন। ১৯৯৯ সালে পারিবারিক ব্যবসা ভাগ হয়ে যায়। বিক্রমের ভাই দীপক পান পরাগের দায়িত্ব নেন এবং বিক্রম স্টেশনারি ও পেনের দায়িত্ব নেন। গত বছরের ফেব্রুয়ারিতে বিক্রমকে ঋণখেলাপী হিসেবে ঘোষণা করা হয়। তাঁদের একের পর এক সম্পত্তি নিলাম করা হয়। এবার গ্রেফতার হলেন বিক্রমরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement