এক্সপ্লোর
Advertisement
বারাণসীতে অসুস্থ যাত্রীকে পিঠে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিলেন আরপিএফ কনস্টেবল
বারাণসী: বারণসীতে মানবিকতার পরিচয় দিলেন এক আরপিএফ কনস্টেবল। ট্রেনে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে পিঠে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিলেন তিনি। তাঁর সাহায্য না পেলে হয়তো ওই যাত্রী চিকিৎসার সুযোগই পেতেন না।
অমিত কুমার মিশ্র নামে ওই আরপিএফ কনস্টেবল জানিয়েছেন, হাওড়া-দেহরাদুন দুন এক্সপ্রেসের এস ৪ কামরায় কর্তব্যরত অবস্থায় ছিলেন তিনি। সেই কামরাতেই ৭০ নম্বর বার্থে ছিলেন অমরেন্দ্র সিংহ (২২) নামে ওই যুবক। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বমির সঙ্গে রক্ত পড়তে থাকে। সেই সময় ট্রেনটি বারাণসী ক্যান্ট স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। অমরেন্দ্রকে নিজের পিঠে নিয়ে ফুটওভার ব্রিজ পেরিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেন অমিত। সেখানে প্রাথমিক চিকিৎসার পরেও উন্নতি হচ্ছে না দেখে অ্যাম্বুল্যান্সে করে একটি হাসপাতালে পৌঁছে দেন রেলের আধিকারিকরা।
রেলের আধিকারিক ও যাত্রীরা অমিতের এই মানবিক আচরণের প্রশংসা করছেন। তবে যাত্রীদের একাংশের অভিযোগ, বারাণসী ক্যান্ট স্টেশনে স্ট্রেচার না থাকাতেই অমরেন্দ্রকে পিঠে নিয়ে যেতে হয় অমিতকে। যদিও উত্তর রেলের এরিয়া ম্যানেজার রবি পি চতুর্বেদী এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, স্টেশন ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক স্ট্রেচার আছে। তবে সংশ্লিষ্ট যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দেখে তাঁকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার নিয়ে আসার আগেই পিঠে তোলেন ওই কনস্টেবল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement