এক্সপ্লোর
অক্ষয়ের ডাক, ১ দিনে জওয়ানদের ভারত কে বীর ফান্ডে পড়ল ১৩ কোটি টাকা

নয়াদিল্লি: গত বছর এপ্রিলে অক্ষয় কুমারের পরামর্শে ভারত কে বীর ওয়েবসাইট ও অ্যাপ চালু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শহিদ জওয়ানদের পরিবারবর্গকে এই সাইট ও অ্যাপের মাধ্যমে অর্থসাহায্য করা যায়। কিছুদিন আগে এই সাইটের অ্যানথেম সং চালু করতে গিয়ে অক্ষয় শহিদ জওয়ানদের পরিবারের সাহায্যে অর্থসাহায্যের অনুরোধ করেন। এরপরেই ওই ফান্ডে জমা পড়ে ১২.৯৩ কোটি টাকা। তাও মাত্র ১ দিনে! তিন মূর্তি ভবনের ওই অনুষ্ঠানে অক্ষয় ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও গায়ক কৈলাস খের। মঞ্চে উঠে অক্ষয় বলেন, আমি নাচ গান সব করব, আপনারা যা যা করতে বলবেন। কিন্তু যাঁরা আমাদের জন্য তাঁদের জীবন বলি দিয়েছেন, তাঁদের পরিবারের জন্য যত বেশি সম্ভব অর্থসাহায্য করুন। এরপরেই কর্পোরেট সংস্থাগুলি ওই ফান্ডে জলের মত অর্থসাহায্য করে। এগিয়ে আসেন সাধারণ মানুষও। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















