এক্সপ্লোর
Advertisement
প্রণবের নাগপুরের আমন্ত্রণ গ্রহণ: আরএসএস পাকিস্তানের আইএসআই নয়, জাতীয়তাবাদী, বললেন গডকরী, ওদের 'সাম্প্রদায়িক' বলেছেন উনি, দাবি কং নেতার
মুম্বই: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আরএসএসের অনুষ্ঠানে আমন্ত্রণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনার মধ্যেই মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরী। প্রণববাবু দীর্ঘ রাজনৈতিক জীবনে কিছুটা সময় বাদ দিলে বরাবরই কংগ্রেসের ঘরের লোক। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সঙ্ঘ-বিজেপির সঙ্গে কংগ্রেসের সংঘাত ক্রমশ যখন বাড়ছে, সেসময় তিনি আরএসএসের অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ গ্রহণ করায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু নাগপুরের বিজেপি সাংসদ গডকরী প্রণববাবুর আমন্ত্রণ গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাকে 'শুভ সূচনা' বলেছেন, এও বলেছেন, 'রাজনৈতিক অস্পৃশ্যতা' কখনই ভাল নয়।
৭ জুন নাগপুরে আরএসএসের সদর দপ্তরে সংগঠনের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শিবির সঙ্ঘ শিক্ষা বর্গের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হাজির থাকার আমন্ত্রণ প্রণববাবু না ফেরানোয় কংগ্রেসের ভিতরেই অনেকে বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন বলে শোনা যাচ্ছে, যদিও সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি কংগ্রেস।
প্রণববাবু তাঁদের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে গতকালই জানান সঙ্ঘের এক শীর্ষ প্রতিনিধি।
প্রাক্তন রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রশংসা করে বিজেপির প্রথম সারির নেতা গডকরী এও মন্তব্য করেন, আরএসএস তো আর পাকিস্তানের আইএসআই নয়, জাতীয়তাবাদীদের সংগঠন।
কংগ্রেস মুখপাত্র টম ভাডাক্কানকে প্রণববাবুর সঙ্ঘ দপ্তরে আসন্ন সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নো কমেন্টস। অনুষ্ঠানটাই এখনও হয়নি, হলে কংগ্রেস প্রতিক্রিয়া জানাবে।
ভাডাক্কান অবশ্য তাঁদের ও সঙ্ঘের দর্শনের মধ্যে অনেক ফারাক আছে বলে অভিমত জানান।
প্রাক্তন মু্খ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে, প্রাক্তন এমপি তথা দিল্লির কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত দাবি করেন, কংগ্রেস নেতা, মন্ত্রী হিসাবে প্রণববাবু নানা ইস্যুতে অনেক সময়ই আরএসএস-বিজেপিকে 'খারাপ', 'জঘন্য', 'সাম্প্রদায়িক', 'দেশবিরোধী' বলেছেন। বলেছেন, ওদের নেতাদের কোনও নীতিবোধ নেই, আরএসএস দুর্নীতিগ্রস্ত, মিথ্যাচার ছড়ায়। আরএসএস এমন ধ্যানধারণাসম্পন্ন একজনকে আমন্ত্রণ জানালে তার মানে কি এই যে ওরা ওদের সম্পর্কে প্রণববাবুর মতামত মানছে?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement