এক্সপ্লোর
Advertisement
পশ্চিমবঙ্গে বাড়ছে জিহাদি হামলা, এই অভিযোগে বিতর্ক ডাকল আরএসএস
কোয়েম্বাটুর: পশ্চিমবঙ্গে একের পর এক জিহাদি হামলা সত্ত্বেও রাজ্য সরকার সেই জিহাদিদেরই প্রাণপণে তোষণ করে চলেছে। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ৩দিনের সভায় এই অভিযোগ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।
সরসঙ্ঘচালক মোহন ভাগবত যোগ দেন এই সভায়। গোটা দেশ থেকে এসেছিলেন ১,৪০০-র বেশি প্রতিনিধি। তাঁদের সামনে সঙ্ঘের যুগ্ম সাধারণ সচিব ভাগাইয়া জানান, আরএসএসের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল অখিল ভারতীয় প্রতিনিধি সভায় বিষয়টি উত্থাপন করা হবে। যেভাবে গত ৩ বছর ধরে পশ্চিমবঙ্গ মুসলিম মৌলবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে, তা নিয়ে বিতর্ক করবেন তাঁরা। এই হামলা রুখতে একটি প্রস্তাব গ্রহণ করা হবে ও তা পাঠানো হবে কেন্দ্রে। একইসঙ্গে রাজ্য সরকারকেও চাপ দেওয়া হবে, যাতে মৌলবাদীদের শাসন করে তারা।
আরএসএসের অভিযোগ, পশ্চিমবঙ্গে একের পর এক হামলা ঘটলেও রাজ্য সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। জঙ্গিদের হাত থেকে সমাজ ও মানুষকে বাঁচানোর বদলে তারা জিহাদিদেরই তোষণ করে চলেছে।
তাদের অভিযোগ, জিহাদি বাড়বাড়ন্ত এতটাই হয়েছে, যে সরস্বতীপুজো বন্ধ করে দেওয়া হয়েছে, পালন করতে বাধ্য করা হচ্ছে নবি দিবস। একটি পুলিশ স্টেশনও পুড়িয়ে দিয়েছে জিহাদিরা। এ ধরনের ঘটনা জাতীয় স্বার্থ ও নিরাপত্তার পক্ষে ভয়ঙ্কর বলে মনে করছে সঙ্ঘ।
কেরলে যেভাবে আরএসএস কর্মীদের ওপর হামলা চলছে, তা নিয়েও মুখ খুলেছে আরএসএস। তাদের অভিযোগ শাসক দল সিপিএমের এটাই মূল চরিত্র, তারা ভিন্ন মত সহ্য করতে পারে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement