এক্সপ্লোর
Advertisement
প্রদ্যুম্ন হত্যাকাণ্ডের ৯ দিন পর খুলল রায়ান ইন্টারন্যাশনাল স্কুল
হায়দরাবাদ: প্রদ্যুম্ন ঠাকুর হত্যাকাণ্ডের ৯ দিন পর ফের খুলল গুরগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুল। গত ৮ সেপ্টেম্বর এই স্কুলেই নৃশংসভাবে খুন করা হয় ৭ বছরের প্রদ্যুম্নকে। শৌচাগার থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। এই ঘটনা ঘিরে দেশেজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। খুনের অভিযোগে গ্রেফতার করা হয় বাস কন্ডাক্টর অশোক কুমারকে। এই প্রেক্ষাপটে খুনের ৯ দিন পর ফের পঠনপাঠন চালু হল গুরুগ্রামের স্কুলটিতে।
তবে স্কুল খোলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রদ্যুম্নর মা-বাবা। তাঁদের আশঙ্কা, পুরোদমে স্কুল চালু হয়ে গেলে প্রদ্যুম্ন হত্যাকাণ্ডের বহু তথ্যপ্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। অন্যান্য পড়ুয়াদের অভিভাবকরা আজ সকালে সন্তানদের নিয়ে স্কুলে এলেও, নিরাপত্তা নিয়ে তাঁরাও আশঙ্কিত। এক অভিভাবক বলেছেন, ‘আমাদের সন্তানরা যতক্ষণ না পর্যন্ত স্কুল থেকে বাড়ি পৌঁছবে, ততক্ষণ আমরা ভয়ে ভয়ে থাকব।’ অপর এক পড়ুয়ার অভিভাবক বলেছেন, ‘স্কুলের সব কর্মীর পরিচয় এবং অতীত খতিয়ে দেখা উচিত। শিক্ষিত লোকজনকেই নিয়োগ করা উচিত।’ অনেক অভিভাবকই সন্তানদের অন্য স্কুলে ভর্তি করার জন্য রায়ান ইন্টারন্যাশনাল স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিতে এসেছেন।
অন্যদিকে, আজই সিবিএসই আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় শিশু ও নারীকল্যাণ মন্ত্রী মানেকা গাঁধী ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এই বৈঠকে স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement