এক্সপ্লোর
Advertisement
রাজস্থানে জট কাটার ইঙ্গিত, দলের স্বার্থে কাজ করতে সচিন পায়লট প্রতিশ্রুতিবদ্ধ, বিবৃতি কংগ্রেসের
রাজস্থানে কংগ্রেসের চলতি সংকট কেটে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। এদিন বিক্ষুব্ধ নেতা সচিন পায়লটের সঙ্গে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধীর বৈঠকের পর দল জানিয়েছে, সচিন পায়লট কংগ্রেসের স্বার্থে কাজ করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
নয়াদিল্লি: রাজস্থানে কংগ্রেসের চলতি সংকট কেটে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত। এদিন বিক্ষুব্ধ নেতা সচিন পায়লটের সঙ্গে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধীর বৈঠকের পর দল জানিয়েছে, সচিন পায়লট কংগ্রেসের স্বার্থে কাজ করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
এক বিবৃতিতে কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, 'সচিন পায়লট প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেছেন এবং তাঁর ক্ষোভ সবিস্তারে জানিয়েছেন। তাঁদের মধ্যে খোলামেলা ও চূড়ান্ত আলোচনা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সচিন পায়লট কংগ্রেস ও রাজস্থানে কংগ্রেস সরকারের স্বার্থে কাজের ব্যাপারে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ'।
কংগ্রেস আরও জানিয়েছে, রাজস্থানে কংগ্রেস সরকারের কাজকর্ম ঘিরে পায়লট ও তাঁর শিবিরের বিক্ষুব্ধ নেতারা যে সব অভিযোগ জানিয়েছেন, সেগুলি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে।
এরইমধ্যে জানা গেছে, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌতের সঙ্গে কথা বলেছেন।
কাটতে চলেছে কংগ্রেসের রাজস্থান সংকট? সুর নরম পায়লটের, বৈঠক রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে
এরইমধ্যে সচিন পায়লট শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ভানওয়ার লাল শর্মা গেহলৌতের সঙ্গে দেখা করেছেন। সবমিলিয়ে মনে করা হচ্ছে যে, দুই পক্ষের সমঝোতার পথ প্রশস্ত হচ্ছে।
পায়লট শিবিরের নেতার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ঘটনাও এমন ধারনার পালে হাওয়া দিয়েছে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই শেষ হচ্ছে রাজস্থানের রাজনৈতিক সংকটের পর্বের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement