এক্সপ্লোর
'হনুমান মন্দিরে পাঁচ নারকেল দিয়ে পুজো দেব', সলমনের মুক্তির কামনায় মানত দাই মার

নয়াদিল্লি: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় যোধপুর আদালত সলমন খানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। গতকাল থেকেই যোধপুর সেন্ট্রাল জেলে রয়েছেন বলিউডের 'দাবাং' তারকা। এদিন যোধপুরের দায়রা আদালতে সলমনের জামিনের আর্জি নিয়ে নির্দেশ দেওয়া হয়নি। আগামীকাল সলমনের আর্জি নিয়ে রায় দেবে আদালত। কাজেই অন্তত আজকের রাতটাই তাঁকে জেলেই কাটাতে হবে। ১৯৯৮ সালে 'হম সাথ সাথ হ্যায়' সিনেমার শ্যুটিং করতে এসে রাজস্থানের কঙ্কনি গ্রামে দুটি কৃষ্ণসার হরিণকে গুলি করে মারার দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন 'টাইগার'। পরিবারের লোকজন, বলিউডের সেলিব্রিটিদের পাশাপাশি অনুরাগীরাও চাইছেন, তাড়াতাড়ি জামিনে ছাড়া পেয়ে যান সলমন। এই তালিকায় রয়েছেন আরও একজন। সলমন জামিন পেলে হনুমান মন্দিরে পাঁচটা নারকেল দিয়ে পুজোর মানত করেছেন ৭৬ বছরের এক বৃদ্ধা। ওই বৃদ্ধা সলমনের দাই মা রক্মিণী। ইন্দোরের হাসপাতালে জন্ম হয়েছিল সলমনের। সেই সময় তাঁর মা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাই কয়েক সপ্তাহ ছোট্ট সলমনের দেখভার করেছিলেন রুক্মিণী। ছয় বছর আগে ইন্দোরে এসেছিলেন সলমন। সেই সময় রুক্মিণীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। সলমনের সাজা ঘোষণার পর থেকেই রুক্মিণী উপরওয়ালার কাছে প্রার্থনা করছেন। তিনি বলেছেন, 'সলমন যাতে ছাড়া পায় সেজন্য ঠাকুরকে ডাকছি। ও ছাড়া পেলে হনুমান মন্দিরে পাঁচটি নারকেল দিয়ে পুজো দেব'।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















