এক্সপ্লোর
Advertisement
Samsung Noida: চিন থেকে গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র সরে আসছে নয়ডায়, ভারতে ৪,৮২৫ কোটি টাকা লগ্নি করবে স্যামসাং
চিন থেকে মোবাইল ও আইটি ডিসপ্লে ইউনিট সরিয়ে ভারতের নিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার বৃহদায়তন প্রযুক্তি কোম্পানি স্যামসাং। এজন্য উত্তরপ্রদেশে কোম্পানি ৪,৮২৫ কোটি টাকা লগ্নি করবে। উত্তরপ্রদেশ সরকারের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
নয়াদিল্লি: চিন থেকে মোবাইল ও আইটি ডিসপ্লে ইউনিট সরিয়ে ভারতের নিয়ে আসছে দক্ষিণ কোরিয়ার বৃহদায়তন প্রযুক্তি কোম্পানি স্যামসাং। এজন্য উত্তরপ্রদেশে কোম্পানি ৪,৮২৫ কোটি টাকা লগ্নি করবে। উত্তরপ্রদেশ সরকারের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
নয়ডায় উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য উত্তরপ্রদেশ সরকার স্যামসাং ডিসপ্লে নয়ডা প্রাইভেট লিমিটেডকে বিশেষ সুবিধা দেবে রাজ্য সরকার।
রাজ্য সরকারের মুখপাত্র জানিয়েছেন, স্যামসাংয়ের ওই কেন্দ্র হবে কোম্পানির প্রথম হাই টেকনিক প্রোজেক্ট। বিশ্বে এ ধরনের কেন্দ্র হবে তৃতীয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নয়ডার এই ইউনিটে অপ্রত্যক্ষ কর্মসংস্থান ছাড়াও ৫১০ জনের সরাসরি কর্মসংস্থান হবে। স্যামস্যাংয়ের ইতিমধ্যেই নয়ডায় উৎপাদন কেন্দ্র রয়েছে। ২০১৮-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করেছিলেন।
গত শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে স্যামসাংয়ের ওই বিশেষ কেন্দ্র স্থাপনে সুযোগসুবিধা দানের সিদ্ধান্ত হয়।
রাজ্য সরকারের মুখপাত্র জানিয়েছেন, ওই ইউনিটে ৪,৮২৫ কোটি টাকার লগ্নি হবে। সারা দেশে ও বিদেশে মোবাইব ও অন্যান্য গ্যাজেটের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এনআরসি-তে রফতানি কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রের আগ্রহের সঙ্গে সাযুজ্য রেখে উত্তরপ্রদেশ সরকারের ইকো-সিস্টেম গড়ে তোলার ধারাবাহিক প্রচেষ্টাতেই এ ধরনের উদ্যোগ সম্ভব হয়েছে।
ইউপি ইলেক্ট্রনিক্স ম্যানুফাকচারিং পলিসি ২০১৭ অনুসারে স্যামসাং জমি হস্তান্তরের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ছাড় পাবে। পাঁচ বছরের জন্য রাজ্য সরকারকে এই প্রকল্পের জন্য ২৫০ কোটি টাকার আর্থিক সংস্থান রাখতে হবে।
কেন্দ্রের প্রোমোশন অফ ম্যানুফাকচারিং ইলেক্ট্রনিক কম্পোনেন্টস অ্যান্ড সেমিকনডাক্টরস প্রকল্প অনুসারে কোম্পানি ৪৬০ কোটি টাকার ফিনান্সিয়াল ইনসেনটিভ পাবে।
এই প্রকল্পের মাধ্যমে এক্সপোর্ট হাব হিসেবে উত্তরপ্রদেশের পরিচয় গড়ে উঠবে এবং তা রাজ্যে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি লগ্নি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement