এক্সপ্লোর
Advertisement
সন্তুষ্ট, হতাশ নই, গুজরাত-হিমাচলে কংগ্রেসের ফল প্রসঙ্গে প্রতিক্রিয়া রাহুল গাঁধীর
নয়াদিল্লি: গুজরাত-হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফল প্রসঙ্গে দলের সভাপতি হিসেবে রাহুল গাঁধীর প্রতিক্রিয়া, সন্তুষ্ট হয়েছি, হতাশ নই। যদিও সংসদ ভবনে প্রবেশের মুখে সাংবাদিকদের অন্য সমস্ত প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সনিয়া গাঁধী-রাহুল গাঁধী।
হিমাচল প্রদেশ ও গুজরাতে বিজেপি লিডে থাকলেও, কংগ্রেসের সঙ্গে শুরু থেকেই মোদীর ঘাঁটিতে কাঁটায় কাঁটায় লড়াই চলেছে বিজেপির। মাঝে একবার কংগ্রেসের কাছে পিছিয়েও পড়ে ভারতীয় জনতা পার্টি। তারপর যদিও দু রাজ্যেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলে বিজেপি। তবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও, গুজরাতে ২০১২র বিধানসভা ভোটের তুলনায় এবার আসন সংখ্যা অনেকটাই বাড়িয়ে ফেলেছে কংগ্রেস। আর সেখানেই সফল সদ্য নিযুক্ত কংগ্রেস সভাপতি। দুরাজ্যেই জয়ের জন্যে বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল।
ভোটের ফলপ্রকাশ যখন প্রায় শেষলগ্নে তখন টুইট করে নিজের প্রতিক্রিয়া আরও স্পষ্ট করে দেশবাসীকে জানিয়ে দিলেন রাহুল। মানুষের রায় তিনি মাথা পেতে নিয়েছেন বলেও মন্তব্য করেন
The Congress party accepts the verdict of the people and congratulates the new governments in both states. I thank the people of Gujarat and Himachal with all my heart for the love they showed me.
— Office of RG (@OfficeOfRG) December 18, 2017
My Congress brothers and sisters, you have made me very proud. You are different than those you fought because you fought anger with dignity. You have demonstrated to everyone that the Congress’s greatest strength is its decency and courage. — Office of RG (@OfficeOfRG) December 18, 2017গুজরাত ও হিমাচল প্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ল বিজেপি। এই পরাজয়কে মেনে নিয়ে মানুষের রায়কে আপতত মাথা পেতে নিয়েছেন রাহুল গাঁধী। এই জয়ের জন্যে শুধুমাত্র গুজরাত ও হিমাচলবাসীকেই শুভেচ্ছা জানাননি রাহুল, নিজের দলের কর্মীদেরও ধন্যবাদ দিয়েছেন। কারণ, তাঁরা শৃঙ্খলা এবং ভদ্রতা বজায় রেখে এই লড়াইটা লড়েছেন। আজ তাঁরাই রাহুলকে গর্বিত করেছেন বলেও টুইটে মন্তব্য করেন রাহুল। কংগ্রেসের এই হারের পর রাহুলকে একহাত নিতে ছাড়েননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয়মন্ত্রী রাজনাথ সিংহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement