এক্সপ্লোর
Advertisement
সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে জরিমানা নেবে স্টেট ব্যাঙ্ক
নয়াদিল্লি: এবার রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখা বাধ্যতামূলক করল। নির্ধারিত সীমার চেয়ে কম টাকা অ্যাকাউন্টে থাকলে আগামী ১ এপ্রিল থেকে গ্রাহকদের দিতে হবে জরিমানা। মহানগর, শহরাঞ্চল ও গ্রামীন-এই তিন ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। জরিমানা এড়াতে মহানগর এলাকায় ন্যুনতম ৫ হাজার, শহরাঞ্চলে ২ হাজার ও গ্রামীন এলাকায় ১ হাজার টাকা অ্যাকাউন্টে রাখতে হবে।এর চেয়ে কম ব্যালান্স থাকলে জরিমানা দিতে হবে।
ন্যূনতম ব্যালেন্স ও তার থেকে যতটা পরিমাণ কম টাকা রয়েছে, তারই ভিত্তিতে জরিমানা নির্ধারিত হবে। মেট্রোপলিটান এলাকায় ঘাটতি ৭৫ শতাংশের বেশি হলে জরিমানা হবে ১০০ টাকা। এর সঙ্গে যুক্ত সার্ভিস ট্যাক্স।
ঘাটতি ৫০ থেকে ৭৫ শতাংশ হলে জরিমানা হবে ৭৫ টাকা, সঙ্গে সার্ভিস ট্যাক্স। ঘাটতি ৫০ শতাংশের কম হলে জরিমানা হবে ৫০ টাকা, সঙ্গে সার্ভিস ট্যাক্স।
গ্রামীন এলাকায় ন্যূনতম ব্যালেন্স না থাকলে ২০ থেকে ৫০ টাকা জরিমানা দিতে হবে, সঙ্গে সার্ভিস ট্যাক্স।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement