মেয়াদি, প্রবীণদের সঞ্চয়ে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক

মুম্বই: স্টেট ব্যাঙ্কে ফের সুদে কোপ। ২ থেকে ৩ বছরের মেয়াদি জমা প্রকল্পে এক ধাক্কায় সুদ কমল দশমিক পাঁচ শতাংশ। কমল প্রবীণদের সঞ্চয়ের সুদও। ধাক্কা ৩ থেকে ১০ বছরের মেয়াদেও। ১ এপ্রিল থেকে সুদ কমেছে স্বল্প সঞ্চয় প্রকল্পে। ১ মে-তে এল আর একটা দুঃসংবাদ!! ফের মেয়াদি জমায় সুদ কমানোর রাস্তায় হেঁটেছে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক বিজ্ঞপ্তিতে এসবিআই জানিয়েছে, যে সব গ্রাহকের এক কোটি টাকার নীচে মাঝারি ও দীর্ঘ মেয়াদি সঞ্চয় প্রকল্প রয়েছে, তাঁদের ক্ষেত্রে কমছে সুদ। ২৯ এপ্রিল থেকেই প্রযোজ্য সুদের এই নয়া হার। নয়া হার অনুযায়ী, ২ থেকে ৩ বছর মেয়াদের সঞ্চয়ে ৬.৭৫ শতাংশ থেকে কমিয়ে সুদের হার করা হয়েছে ৬.২৫ শতাংশ। একই হারে মেয়াদি সঞ্চয়ে কমেছে প্রবীণ নাগরিকদের সুদের হারও। ৭.২৫ শতাংশ থেকে কমিয়ে তা করা হয়েছে ৬.৭৫ শতাংশ। শুধু ২ থেকে ৩ বছর মেয়াদের সঞ্চয় প্রকল্পই নয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কমেছে ৩ থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের সঞ্চয়ের সুদও। সেখানে মিলবে ৬.৫০ শতাংশ হারে। তবে এসবিআই-এর নয়া সিদ্ধান্ত অনুয়াযী, এক বছর থেকে ৪৫৫ দিনের জন্য যাঁরা টার্ম ডিপোজিটে টাকা রেখেছেন, তাঁরা সবচেয়ে বেশি, ৬.৯০ শতাংশ হারে সুদ পাবেন। আর যাঁরা ৭ দিন থেকে দু’বছরের কম সময়ের জন্য সল্প মেয়াদি সঞ্চয়ে টাকা রেখেছেন, তাঁদের সুদের হারে কোনও পরিবর্তন হচ্ছে না। নতুন আর্থিক বছরের শুরুর দিন থেকেই মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এসবিআই-তে লাগু হয়েছে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স-বিধি। এবার কমল মেয়াদি প্রকল্পের সুদ।






















