এক্সপ্লোর
৩১ মার্চ পর্যন্ত বাতিল নোট জমা নয় কেন? কেন্দ্র ও আরবিআইয়ের কাছে জবাব তলব শীর্ষ আদালতের

নয়াদিল্লি: প্রতিশ্রুতি মতো আগামী ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত বাতিল নোট জমা নিচ্ছে না আরবিআই। এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। আজ সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্র ও আরবিআই-এর কাছে জবাবদিহি তলব করল দেশের শীর্ষ আদালত। আগামী শুক্রবারের মধ্যে জবাব দিতে হবে সর্বোচ্চ আদালতকে। আজকে মামলার শুনানি চলার সময় গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিল সংক্রান্ত ভাষণের কথা উল্লেখ করেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জেএস খেহরের। এছাড়া এই মামলার প্রেক্ষিতে গঠিত ৩ বিচারপতির একটি ডিভিশন বেঞ্চ সেই সময় আরবিআই-এর তরফে জারি করা নির্দেশিকার কথাও উল্লেখ করেন মামলার শুনানি চলাকালে। সেই নির্দেশিকায় বলা হয়েছিল ৩১ ডিসেম্বর ২০১৬-র পরও ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত আরবিআই-এর বেশ কিছু শাখায় বাতিল নোট জমা নেওয়া হবে। তবে তখন বেশ কিছু প্রশ্নের জবাব দিতে হবে গ্রাহককে। কিন্তু সেই প্রতিশ্রুতি না মেনে বাতিল নোট জমা নিতে অস্বীকার করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক। শীর্ষ আদালতের কথায়, এটা প্রতিশ্রুতি ভঙ্গের সামিল। বাতিল নোট জমা নেওয়ার ক্ষেত্রে এভাবে কথা না রেখে বহু লোককে বিপদে ফেলছে সেন্ট্রাল ব্যাঙ্ক। এবিষয় কেন্দ্র ও আরবিআই-এর কাছে জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ মার্চ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















