এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
তাজমহল সুরক্ষায় 'আলস্য' দেখাচ্ছে কেন্দ্র, বলল সুপ্রিম কোর্ট, ভিশন ডকুমেন্ট না দেওয়ায় নিন্দা উত্তরপ্রদেশ সরকারেরও
নয়াদিল্লি: তাজমহলের সুরক্ষায় ব্যবস্থা নিতে 'আলস্য' দেখাচ্ছে কেন্দ্র ও তার কর্তাব্যক্তিরা। কঠোর তিরস্কারের সুরে বলল বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ।
মধ্যযুগের স্মৃতিবিজড়িত ওই ঐতিহাসিক কাঠামো সংরক্ষণের বিষয়টি এক 'আশাহীন লক্ষ্য' হয়ে উঠেছে বলেও হতাশার সুরে মন্তব্য করেছে শীর্ষ আদালত। পাশাপাশি তাজমহলের সংরক্ষণ, সুরক্ষায় ভিশন ডকুমেন্ট পেশ করতে না পারায় উত্তরপ্রদেশ সরকারেরও প্রতিও তীব্র অসন্তোষ জানিয়েছেন বিচারপতিরা। তাঁরা বলেছেন, তাজ রক্ষায় সংসদীয় স্ট্যান্ডিং কমিটি রিপোর্ট দিলেও সরকার কোনও সুস্পষ্ট পদক্ষেপ করেনি।
কেন্দ্রের তরফে বেঞ্চকে জানানো হয়, আইআইটি, কানপুর তাজমহলের ভিতরে ও আশপাশের বায়ু দূষণের স্তর পরীক্ষা করছে, চার মাসে রিপোর্ট দেবে তারা। বায়ু দূষণের উত্স খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি তৈরি হয়েছে, যারা তা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে বলেও জানান কেন্দ্রের প্রতিনিধি।
তাজমহলকে বাঁচাতে কী কী ব্যবস্থা এপর্যন্ত নেওয়া হয়েছে এবং আর কী করা দরকার, তা বিস্তারিত জানাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে বেঞ্চ, এও জানিয়েছে, ৩১ জুলাই থেকে তাজমহলের সুরক্ষার বিষয়টি নিয়ে দৈনিক ভিত্তিতে শুনানি হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement