এক্সপ্লোর
Advertisement
কাল সেই সেলফি, বিপাকে শীর্ষ মাওবাদী নেতা
বিশাখাপত্তনম: কেমন দেখতে মাওবাদীদের পান্ডা চলপতি রাওকে? এ ব্যাপারে দীর্ঘদিন ধরে ধন্দে ছিল পুলিশ। চলপতির ছবি বলতে তাদের সম্বল ছিল বছর ২০ আগের ঝাপসা একটা ছবি। ফলে তাঁকে ধরাও রীতিমত কঠিন হয়ে উঠেছিল পুলিশের কাছে। কিন্তু সেলফির সর্বনাশা নেশায় পা দিয়েই নিজের বিপদ ডেকে এনেছেন মাওবাদী নেতা চলপতি ওরফে আপ্পা রাও। মৃত মাওবাদী নেতা আজাদের ল্যাপটপ থেকে চলপতি ও তাঁর স্ত্রী, কোরাপুট- শ্রীকাকুলাম ডিভিশনে মাওবাদীদের ডেপুটি কমান্ডার অরুণার একটি সেলফি উদ্ধার করেছে পুলিশ। সেই ছবি পোস্টার করে জায়গায় জায়গায় টাঙিয়েও দেওয়া হয়েছে। পুলিশের ধারণা, এবার আর নিস্তার নেই চলপতির, নিজের পাতা সেলফির ফাঁদে পা তাঁকে দিতেই হবে।
চলপতি রাওয়ের ওপর ২০ লাখ টাকা পুরস্কারমূল্য ঝুলছে, তাঁর স্ত্রী অরুণারও মাথার দাম ৫ লাখ টাকা। ভাইজাগ ও পূর্ব গোদাবরী এলাকা সহ গোটা পূর্ব ডিভিশনে মাওবাদীদের সচিব হিসেবে কাজ করেন চলপতি। পুলিশ জানাচ্ছে, মাওবাদী কেন্দ্রীয় কমিটির কড়া নির্দেশ রয়েছে, কোনও নেতার কোনও ছবি থাকবে না, কারণ ছবি বা ও রকম কোনও সূত্র থাকলে পুলিশ তাঁদের কাছে পৌঁছে যেতে পারে। তা সত্ত্বেও কলেজ পড়ুয়াদের মত সেলফি নেশায় জড়িয়ে পড়ে এই দুই শীর্ষস্তরের মাও নেতানেত্রী মারাত্মক ভুল করে ফেলেছেন বলে মনে করছে পুলিশ।
আজাদ নামে যে মাওবাদী নেতার ল্যাপটপে সস্ত্রীক চলপতির ছবি পাওয়া গেছে, সম্পর্কে তিনি অরুণার ভাই। তিনি ও আরও দুই মাও নেতা চৌঠা মে, ভাইজাগের মারিপাকুলু এলাকায় পুলিশের গ্রেহাউন্ড ফোর্সের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। অস্ত্রশস্ত্র ও কিট ব্যাগ ছাড়াও তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ওই ল্যাপটপ, যাতে চলপতির ছবি রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement