নওয়াজকে জন্মদিনের শুভেচ্ছা: শিবাজী কখনও পাঠাননি ঔরঙ্গজেবকে! মোদীকে খোঁচা শিবসেনার
মুম্বই: ভারত-পাকিস্তান সম্পর্কে শৈত্যের মধ্য়ে নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় মারাঠা নায়ক ছত্রপতি শিবাজীর উল্লেখ করে নরেন্দ্র মোদীকে ঘুরিয়ে খোঁচা শিবসেনার। মুম্বইয়ে শিবাজীকে স্মারক উত্সর্গ করার কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রীকে নিশানা করে শিবসেনা তাদের মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে লিখেছে, যেজন্য শিবাজী মহারাজ ব্যতিক্রমী হয়ে রয়েছেন, সেটা হল, তিনি স্বরাজ্যের শত্রুদের দেশের শত্রু বলে মনে করতেন। শিবাজী মহারাজ কখনই জন্মদিনের শুভেচ্ছা জানাননি ঔরঙ্গজেব, আফজল খান, শায়েস্তা খানকে। সেদিন প্রধানমন্ত্রীর জনসভায়ও মঞ্চে ছিলেন শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরে, কিন্তু দর্শকদের সারি থেকে বারবার 'মোদী', 'মোদী' ধ্বনি ওঠে। উদ্ধবের ভাষণে ছেদ পড়ে। এজন্যও ক্ষোভ প্রকাশ করেছে শিবসেনা। অবশ্য শিবাজী স্মারকের জল পূজন অনুষ্ঠানের প্রস্তুতির সময়ও শিবসেনা ক্ষোভের সুরে বুঝিয়ে দিয়েছিল, তারা মনে করছে যে, রাজনৈতিক ফায়দা তোলার লক্ষ্যে মারাঠা বীরের ঐতিহ্যে ভাগ বসাতে গোটা অনুষ্ঠান 'হাইজ্যাক করতে' চায় বিজেপি। আজ তারা সম্পাদকীয়তে বলেছে, আমরা রাজনীতিবিদদের ছত্রপতিকে নিয়ে নিম্ন স্তরের রাজনীতি করতে বারণ করছি। ছত্রপতিকে যারা নিজেদের বলে দাবি করছে, তাদের পস্তাতে হবে। তারা যেন ইতিহাস মনে রাখে। এই স্মারক যাতে সংকীর্ণ রাজনীতির শিকার না হয়, সেটা নিশ্চিত করতে হবে।
যদিও প্রকাশ্যে শিবসেনা বলেছে, বিজেপিতে মোদীর গুরুত্ব কতটা, সেটা তারা জানে। তাঁর দল আজ যেখানে এসে দাঁড়িয়েছে, সেটা শুধু 'মোদী-টনিকের' জন্যই সম্ভব হয়েছে।