এক্সপ্লোর
ঐতিহাসিক শিখরে সেনসেক্স, ছাড়াল ৩১ হাজার

মুম্বই: বাজারের ‘বুল রান’ অব্যাহত! ঐতিহাসিক শিখর ছুঁল শেয়ার সূচক। সপ্তাহের শুরুর ক’দিন নড়বড়ে হলেও বৃহস্পতিবার থেকে দৌড় শুরু করেছে শেয়ার বাজার। শুক্রবার এক লাফে সেনসেক্স বেড়েছে ২৭৮ পয়েন্ট। দিনের শেষে বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ পয়েন্টে। অন্যদিকে, ৮৫ পয়েন্ট ওপরে উঠেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও। দিনের শেষে নিফটি দাঁড়িয়েছে ৯ হাজার ৫৯৫ পয়েন্টে। দু’টি সূচকের এই উত্থান ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে সর্বকালীন সেরা পারফরম্যান্স। বিশেষজ্ঞদের অনেকই বলছেন, নিফটির ১০ হাজার অঙ্ক ছুঁয়ে ফেলা এখন শুধু সময়ের অপেক্ষা। কীভাবে সম্ভব হল এমন নজিরবিহীন উত্থান? বিশেষজ্ঞরা বলছেন, জিএসটি লাগু হতে চলেছে দেশে। কেন্দ্রের এই আর্থিক সংস্কারকে যেমন ইতিবাচক নজরে দেখছে বাজার, তেমনই রয়েছে আরও দুটি কারণ। এক, এবার আগেভাগে বর্ষা ঢুকছে কেরলে। এবারও ভাল বর্ষার পূর্বাভাস গোটা দেশে। পাশাপাশি, সুদের হার বাড়ানোর ক্ষেত্রে ভেবেচিন্তে পা ফেলবে বলে জানিয়ে দিয়েছে আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ। সবমিলিয়ে নতুন করে অক্সিজেন পেয়েছে শেয়ারবাজার। বিশেষজ্ঞদের মতে, ফেডারেল রিজার্ভ সুদ না বাড়ালে বিদেশি লগ্নিকারীরা লগ্নি করার জন্য বেছে নেবেন ভারতের বাজারকেই। ফলে আরও তেজি হবে শেয়ার বাজার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















