এক্সপ্লোর
Advertisement
গায়ে আগুন দুষ্কৃতীদের, দলিত গ্রামপ্রধানের স্বামীর মৃত্যু, ফের শিরোনামে যোগীর রাজ্য
আজ সকালে তাঁকে লখনউয়ের ট্রমা সেন্টারে নিয়ে যেতে বলা হয়। সেই যাত্রাপথ আর সম্পূর্ণ করতে পারেননি বান্দোয়িয়ার গ্রাম প্রধানের স্বামী। লখনউ যাওয়ার পথে রাস্তাতেই প্রাণ হারান তিনি।
আমেথি: ফের দলিত হেনস্থা। ফের দৃষ্কৃতীদের আক্রমণে এক দলিতের প্রাণ গেল। ফের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার ঘটনাক্রম অমেঠির বান্দোয়িয়া গ্রাম। সেখানে দলিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর গায়ে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। গুরুতর অবস্থায় আজ সকালে তাঁকে লখনউয়ের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার পথে প্রাণ হারান তিনি।
কিছুদিন আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তরপ্রদেশ। হাথরসে এক দলিত কন্যার ধর্ষণ ও খুনের ঘটনার ক্ষোভের আগুন জ্বলেছিল গোটা দেশে। সেই কাণ্ডের রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের দলিত হেনস্থার ঘটনা। গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে তাদের ঘরে চড়াও হয়ে পাঁচ-ছয়জন দুষ্কৃতী তাঁর স্বামীর গায়ে আগুন লাগিয়ে দেয়। ঘটনা গতকাল রাতের।
পুড়ে যাওয়া অর্জুন কোরিকে নিয়ে তাঁর পরিবার ছুটে যায় নাউগিরা কমিউনিটি হেলথ সেন্টারে। সেখানে তাঁর অবস্থা দেখে চিকিৎসকরা সুলতানপুর জেলা হাসপাতালে পাঠানোর কথা বলেন। আজ সকালে তাঁকে লখনউয়ের ট্রমা সেন্টারে নিয়ে যেতে বলা হয়। সেই যাত্রাপথ আর সম্পূর্ণ করতে পারেননি বান্দোয়িয়ার গ্রাম প্রধানের স্বামী। লখনউ যাওয়ার পথে রাস্তাতেই প্রাণ হারান তিনি।
ঘটনার পরই আক্রান্তের বাড়িতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আমেথির পুলিশ সুপার দীনেশ সিং বলেছেন, গতরাতে খবর পাওয়ার পরই দ্রুত পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আজ সকালে লখনউ নিয়ে যাওয়ার পথে তিনি প্রাণ হারান। ইতিমধ্যে অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পোর্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই তদন্ত শুরু করার কথাও জানিয়েছে তারা। কিন্তু একের পর এক দলিত হেনস্থার ঘটনার জেরে প্রশ্নের মুখে পড়েছে যোগী আদিত্যনাথের রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement