এক্সপ্লোর
Advertisement
উত্তর প্রদেশের হাপুরে ট্রেনে কাটা পড়ে মৃত ৫
হাপুর: রেল লাইন পেরনোর সময় অসতর্কতার ফলে ফের দুর্ঘটনা ঘটল। উত্তর প্রদেশের হাপুরে পিলখুওয়া ক্রসিংয়ে গতকাল গভীর রাতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল পাঁচজনের। দু’জন জখম হয়েছেন। তাঁরা হয় রেল লাইনে বসেছিলেন অথবা লাইন পেরনোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মোরাবাদের জিআরপি-র পুলিশ সুপার এস সি দুবে জানিয়েছেন, ‘আমরা পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি। দু’জন জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি মালগাড়ি আসার সময় হতাহতরা রেল লাইনের উপর ছিলেন। মালগাড়ি আসছে দেখে তাঁরা পাশের লাইনে সরে যান। তখনই সেই লাইন দিয়ে একটি লোকোমোটিভ আসছিল। এর ফলেই দুর্ঘটনা ঘটে যায়।’
এই দুর্ঘটনার পরেই পুলিশ, জিআরপি ও আরপিএফ আধিকারিকরা ঘটনাস্থলে যান। হাপুরের পুলিশ সুপার হেমন্ত কুটিয়াল জানিয়েছেন, ‘হতাহতদের প্রত্যেকেরই বয়স ১৬ থেকে ২২ বছরের মধ্যে। তারা সবাই স্থানীয় বাসিন্দা। তারা রেল লাইনে বসেছিল না লাইন পেরোচ্ছিল, সেটা এখনও জানা যায়নি। যে দু’জন জখম হয়েছে তাদের অবস্থা সঙ্কটজনক।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement