এক্সপ্লোর
Advertisement
শালিমারবাগ হত্যা:ডিভোর্স দেওয়া প্রাক্তনের সঙ্গে থাকবেন বলে বর্তমান স্ত্রীকে খুন, জেরায় কবুল স্বামীর
নয়াদিল্লি: মঙ্গলবার রাতে গুরুদ্বারা থেকে ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৪ বছর বয়সি প্রিয়া মেহরার। সেসময় মহিলার সঙ্গে ছিলেন তাঁর স্বামী এবং দুবছরের সন্তান। ২৪ ঘণ্টার মধ্যেই সেই ঘটনায় চাঞ্চল্যকর মোড়। প্রথমে মনে হয়েছিল কোনও বচসা বা পাওনাদারের সঙ্গে টাকা সংক্রান্ত ঝামেলার জেরেই এই খুনের ঘটনাটি ঘটেছে। কিন্তু পুলিশি জেরায় মহিলার স্বামী জানিয়েছেন, তিনিই হত্যা করেছেন তাঁর বর্তমান স্ত্রীকে। নিজের বিবাহবিচ্ছিন্না প্রাক্তন স্ত্রীর সঙ্গে থাকবেন বলেই এই হত্যার ছক। এমনকি পঙ্কজ মেহরা নিজে জানিয়েছেন, গাড়ির মধ্যে যখন স্ত্রী এবং ছেলে ঘুমিয়ে পড়ে, তখনই তিনি স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান।
দিল্লি পুলিশের জেরার সামনে নিজের অপরাধের কথা কবুল করেছেন পঙ্কজ। অভিযুক্ত পঙ্কজ একজন ব্যবসায়ী। নিজের প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে ফের থাকার জন্যে তিনি রাস্তায় অজ্ঞাতপরিচলয়ের দুষ্কৃতী হামলার গল্প তৈরি করেন। একাধিক গুলির আঘাতে মৃত্যু হয় প্রিয়ার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement