এক্সপ্লোর
১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় তারুরের আগাম জামিন

নয়াদিল্লি: স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত্যু সংক্রান্ত মামলায় শশী তারুরের আগাম জামিনের আর্জি মঞ্জুর করল দিল্লির এক আদালত। শশীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের যথেষ্ট কারণ, ভিত্তি আছে বলে জানিয়ে ৭ জুলাই এই মামলায় অভিযুক্ত হিসাবে হাজিরা দিতে গত ৫ জুন তাঁকে তলব পাঠায় আদালত। তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদকে আজ এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন বিশেষ বিচারক অরবিন্দ কুমার, তবে শর্ত দিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া দেশ ছেড়ে যেতে ও মামলার নথি, তথ্যপ্রমাণ নষ্ট করতে পারবেন না তিনি। তারুর আগাম জামিন চেয়ে সওয়াল করেন, মামলার চার্জশিট পেশ হয়ে গিয়েছে, বিশেষ তদন্ত দল (সিট) পরিষ্কার জানিয়েছে, তদন্ত শেষ, তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। সুনন্দাকে ২০১৪-র ১৭ জানুয়ারি দিল্লির এক অভিজাত হোটেলের ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। সন্দেহের নিশানা উঠে আসে তারুরের নাম। তারুরকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ এ (মহিলার প্রতি স্বামী বা তাঁর আত্মীয়স্বজনদের নিষ্ঠুরতা), ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ধারায় অভিযুক্ত করা হয়েছে, তবে এখনও গ্রেফতার করা হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















