এক্সপ্লোর
Advertisement
'সোনিয়া আজীবন দলের সভাপতি থাকবেন, এটা ভাবা ঠিক নয়', রাহুলের হয়ে জোরাল সওয়াল শশী তারুরের
অন্তর্বর্তী সভাপতি হিসেবে সনিয়া গাঁধীর দায়িত্বপালনের বর্ষপূর্তির আগের দিন দলের নেতৃত্ব ইস্যুতে সরব হলেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর। রাহুল গাঁধীর হয়ে ফের জোরাল সওয়াল করেছেন তিনি। তার মতে রাহুল গাঁধীর উচিত সভাপতির দায়িত্ব নেওয়া। আর তা না হলে নতুন সভাপতি নির্বাচিত করা উচিত।
নয়াদিল্লি: অন্তর্বর্তী সভাপতি হিসেবে সনিয়া গাঁধীর দায়িত্বপালনের বর্ষপূর্তির আগের দিন দলের নেতৃত্ব ইস্যুতে সরব হলেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর। রাহুল গাঁধীর হয়ে ফের জোরাল সওয়াল করেছেন তিনি। তার মতে রাহুল গাঁধীর উচিত সভাপতির দায়িত্ব নেওয়া। আর তা না হলে নতুন সভাপতি নির্বাচিত করা উচিত।
গত লোকসভা নির্বাচনের শোচনীয় ফল করেছিল কংগ্রেস। কংগ্রেসের ঝুলিতে ছিল মাত্র ৫২ আসন। এই পরাজয়ের দায় স্বীকার করে কংগ্রেস সভাপতির পদ ছাড়েন রাহুল গাঁধীঁ। অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেন সোনিয়া গাঁধী। তার বর্ষপূর্তির প্রাক্কালে শশী তারুর বলেন, আমি নিশ্চিতভাবে মনে করি দল কার নেতৃত্বে এগিয়ে যাবে সেটা পরিষ্কার হওয়া দরকার। সোনিয়াজি যখন অন্তর্বর্তী সভাপতি হন, আমি স্বাগত জানিয়েছিলাম। কিন্তু এটা মনে করা ঠিক হবে না যে সোনিয়া আজীবন সভাপতির দায়িত্বভার বইবেন।
রাহুল গাঁধীরই সভাপতির দায়িত্বে আসা উচিত বলে মত প্রকাশ করেছেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ। তাঁর কথায়, দলকে নেতৃত্ব দেওযার মতো সাহস, ক্ষমতা, প্রবণতা সবই রাহুলের আছে। কিন্তু তিনি যদি দায়িত্ব নিতে রাজি না হন তাহলে এবার নতুন সভাপতি খোঁজা উচিত। না হলে মানুষ মনে করছে কংগ্রেস এক নেতৃত্বহীন, দিশাহীন দল। তারুরের কথায়, সংবাদমাধ্যমও মনে করে স্থায়ী কোনও নেতা দলের হাল না ধরলে , কংগ্রেস এগিয়ে যেতে পারছে না।দলের সর্বোচ্চ কমিটির এ বিষয়টি ভাবা উচিত বলেও মনে করেন তারুর।
শশী তারুর বলেছেন, এটা কোনও ব্যক্তির প্রতি অনাস্থা প্রকাশ নয়। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কংগ্রেস বর্তমান গুরুত্বপূর্ণ বিষয়গুলি সমাধান করতে পারে। এবং সার্বিকভাবে দলকে পুনরুজ্জীবিত ও উৎসাহিত করতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement