এক্সপ্লোর
Advertisement
বুরহান ওয়ানির পরিবারকে ক্ষতিপূরণ নিয়ে বিজেপিকে তোপ শিবসেনার
মুম্বই: নিহত হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করায় জম্মু ও কাশ্মীরের পিডিপি-বিজেপি জোট সরকারের তীব্র সমালোচনা করল শিবসেনা। জাতীয় ও রাজ্য পর্যায়ের জোট শরিকের কাছে শিবসেনার প্রশ্ন, ইশরাত জাহান ও সোহরাবুদ্দিন শেখের পরিবারকেও ক্ষতিপূরণ দিতে কি বিজেপি রাজি হবে?
দলের মুখপাত্র সামনায় প্রকাশিত সম্পাদকীয়তে শিবসেনা বলেছে, ‘এক জঙ্গিকে মারার জন্য যদি ক্ষতিপূরণ দেওয়া হয়, তাহলে দেশের কী হবে?মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী হলেও বিজেপিও সমানভাবে দায়ী। ওয়ানির মৃত্যুর জন্য সহায়তা প্রদান সেনাজওয়ানদের মনোবল ক্ষতিগ্রস্ত করার সামিল’।
শিবসেনা আরও বলেছে, জম্মু ও কাশ্মীরে কংগ্রেস ক্ষমতায় থাকলে এই সিদ্ধান্তের জন্য বিজেপি কংগ্রেসকে পাকিস্তানি সমর্থক ও ‘দেশের শত্রু’ তকমা দিয়ে দিত।
শিবসেনার তির্যক মন্তব্য, যেহেতু বিজেপি শাসিত রাজ্যে জঙ্গিদের সাহায্য করা হচ্ছে, তাই একে জাতীয়বাদ হিসেবেই দেখা উচিত।
এ ধরনের সিদ্ধান্তের জন্য জম্মু ও কাশ্মীরের জোট সরকার ছেড়ে বিজেপি কেন বেরিয়ে আসছে না, সেই প্রশ্ন তুলেছে শিবসেনা।
সামনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘ব্যাঙ্ক ও এটিএমের লাইনে দাঁড়ানোকে জাতীয়তাবাদ হিসেবে গন্য করা হচ্ছে। কিন্তু লাইনে দাঁড়িয়ে যে ১০০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে তাঁদের জন্য ক্ষতিপূরণ নিয়ে কোনও উচ্চবাচ্য নেই। অন্যদিকে, জঙ্গিরা ক্ষতিপূরণ পাচ্ছে। এটা কী ধরনের ন্যায়বিচার?’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement