এক্সপ্লোর
Advertisement
বিজেপিতে আদর্শ বলতে কিছু নেই, টাকার থলে থাকলেই যোগ দেওয়া যায়, কটাক্ষ উদ্ধবের
মুম্বই: বিজেপিতে আদর্শ বলতে কিছুই আর অবশিষ্ট নেই। যার টাকা আছে, সে-ই বিজেপিতে যোগ দিতে পারে। ২৮ মে পালঘর লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। সেখানে দলীয় প্রার্থী শ্রীনিবাস ওয়ানাগার হয়ে মোখাদা এলাকায় নির্বাচনী জনসভায় বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
পালঘরের বিজেপি সাংসদ চিন্তামন ওয়ানাগা এ বছরের শুরুতে মারা যান। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন করতে হচ্ছে। তাঁর ছেলে শ্রীনিবাসকে প্রার্থী করেছে শিবসেনা। এতে বিজেপি ক্ষুব্ধ।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ সম্প্রতি জানান, বিজেপি উপনির্বাচনে ওয়ানাগা পরিবার থেকে কাউকে প্রার্থী করবে বলে ভাবছে।
উদ্ধব বলেন, যে গেরুয়া পতাকা নিয়ে চিন্তামন ওয়ানাগার সঙ্গে আপনারা কাজ করেছেন, সেটা আর গেরুয়া নেই। ওদের আদর্শ বলতে কিছু নেই। টাকার থলে থাকলেই ওখানে ঢুকতে পারবেন।
একইসঙ্গে তিনি তাঁর দলের লোকজনকে সত্ আখ্যা দিয়ে বলেন, ওরা 'টাকার থলে' নয়, ওদের টাকার লোভ দেখিয়ে বশ করা যায় না।
কেন্দ্র ও মহারাষ্ট্রে এখনও বিজেপির শরিক শিবসেনা সভাপতি বলেন, চিন্তামন ওয়ানাগার মৃত্যুতে পালঘর আসন শূন্য হওয়া দুর্ভাগ্যজনক। বিজেপি তাঁর ছেলে শ্রীনিবাসকে টিকিট দিলে আমি ওঁর হয়ে প্রচারে আসতাম। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে উদ্ধব বলেন, ওনার হয়তো মনে হয়েছে, আদিবাসী পরিবারের একটা গরিব লোক বেশি কিছু করতে পারবেন না, শেষে বিজেপির রাস্তায়ই আসবেন। মুখ্যমন্ত্রী হয়তো ভেবেছেন, শ্রীনিবাসের অর্থবল, জনসমর্থন, কিছুই নেই। কিন্তু কে ওনাকে বলবে? উনি বুঝতে পারেননি, আমরা টাকা দিয়ে সম্পদ বিচার করি না। আমরা সম্পদের বিচার করি মানুষের হৃদয়ের আয়তনে। ওয়ানাগা পরিবার আমাদের বলেছিল, বিজেপি তাদের প্রতি অবিচার করেছে, শ্রীনিবাস আর কোনও দলে যোগ দিতে চাননি বাবা গেরুয়া পার্টি করতেন বলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
ক্রিকেট
খবর
Advertisement