বাহুবলী ছবির পাইরেটেড কপি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা, গ্রেফতার ৬
হায়দরাবাদ: ‘বাহুবলী ২: দ্য কনক্লিউশন’ পাইরেটেড বা জাল কপি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কর্ণ জোহর ও ছবির অন্য প্রযোজকদের থেকে টাকা আদায় করার চেষ্টার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের মধ্যে রয়েছে বিহারের একটি সিনেমা হলের মালিক। জানা গিয়েছে, তারা ছবির প্রযোজকদের থেকে ১৫ লক্ষ টাকা দাবি করে। টাকা অনাদায়ে তারা ওই পাইরেটেড কপি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় বলে অভিযোগ।
এই প্রেক্ষিতে গত ২৯ এপ্রিল প্রযোজকরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়েছে, অ্যান্টি-পাইরেসি এজেন্সির সদস্য বলে পরিচয় দিয়ে রাহুল মেটা নামে এক ব্যক্তি তাঁদের জানান, ছবির একটি এইচডি প্রিন্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
প্রযোজকদের দাবি, রাহুল তাঁদের বলেন, টাকা দিলে ওই কপিরল ছড়িয়ে পড়া আটকানো হবে। গত ১১ তারিখ হায়দরাবাদের জুবিলি হিলস থেকে রাহুলকে গ্রেফতার করে পুলিশ। জেরা করে রাহুলের আরও তিন সহযোগীর খোঁজ পায় পুলিশ।
পরের দিনই দিল্লি থেকে জিতেন্দর মেটা, তৌফিক ও মহম্মদ আলি নামে তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশের মতে, জিতেন্দর ও তৌফিক এই পাইরেসির কারবারে সিদ্ধহস্ত। ২০১৫ সালে ‘বাহুবলী-দ্য বিগিনিং’ ছবির পাইরেসি কাণ্ডেও দুজনকে মধ্যপ্রদেশ থেকে আটক করা হয়েছিল।
এছাড়া, বিহারের বেগুসরাই থেকে দিবাকর কুমার নামে এক সিনেমা হলের মালিক এবং চন্দন নামে আরও একজনকে পটনা থেকে গ্রেফতার করা হয়।