এক্সপ্লোর
‘অব কি বার মোদী সরকার’ খ্যাত স্পাইসজেট-এর অজয় সিংহ কিনে নিলেন এনডি টিভির সিংহভাগ শেয়ার?
![‘অব কি বার মোদী সরকার’ খ্যাত স্পাইসজেট-এর অজয় সিংহ কিনে নিলেন এনডি টিভির সিংহভাগ শেয়ার? Spicejets Ajay Singh Of Ab Ki Baar Modi Sarkar Fame To Take Over Ndtv ‘অব কি বার মোদী সরকার’ খ্যাত স্পাইসজেট-এর অজয় সিংহ কিনে নিলেন এনডি টিভির সিংহভাগ শেয়ার?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/22062004/ajay-singh.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: মাসখানেক আগেই বেসরকারি টিভি চ্যানেল এনডি টিভি এবং চ্যানেলের প্রতিষ্ঠাতা প্রণয় রায়ের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এই সংবাদ চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ‘আন্ডার দ্য টেবিল’ শেয়ার হস্তান্তর করেছে। এবার জানা গেল এনডি টিভির সিংহভাগ শেয়ার কিনে নিয়েছেন স্পাইসজেটের মালিক এবং ২০১৪ সালে বিজেপির নির্বাচনী প্রচারের মূল স্লোগান যাঁর সৃষ্টি সেই ব্যক্তি, অজয় সিংহ।
একটি ইংরেজি দৈনিক সূত্রে খবর, ‘অব কি বার মোদী সরকার’ খ্যাত স্পাইস জেটের ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংহ এনডি টিভির ৪০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন। প্রণয় রায় এবং রাধিকা রায়ের কাছে থাকবে চ্যানেলের ২০ শতাংশ শেয়ার। একটি সূত্রের তরফে এই চুক্তির সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।
এইমুহূর্তে এনডি টিভির বাজারে দেনা ৪০০ কোটির। সূত্রের দাবি, সেই দেনার দায়ে নিয়েই চ্যানেলের সিংহভাগ শেয়ার কিনে নিয়েছেন স্পাইস জেটের মালিক। পুরো চুক্তির আনুমানিক মূল্য ৬০০ কোটি। তবে স্পাইস জেট বা এনডি টিভির তরফে এই চুক্তি সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি। বরং স্পাইস জেটের এক মুখপাত্র পুরো চুক্তির বিষয়টি অসত্য বলে দাবি করেছেন।
প্রসঙ্গত, গত ৫ জুন প্রণয় রায় এবং রাধিকা রায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। এই ঘটনাকে ‘সংবাদপত্রের স্বাধীনতা’য় হস্তক্ষেপ বলে দাবি করা হয়েছিল এনডি টিভির তরফে।
এদিকে অজয় সিংহ হচ্ছেন সেই ব্যক্তি যিনি ২০১৪ সালে বিজেপির নির্বাচনী প্রচারের স্লোগানের মূল মাথা ছিলেন। তিনিই ২০১৫ সালে ধুঁকতে থাকা স্পাইসজেটের শীর্ষে আসেন। তারপর এক বছরের মধ্যে এই বিমানসংস্থাকে অন্যতম জনপ্রিয় সস্তা এয়ারলাইনস হিসেবে আমজনতার সামনে হাজির করেন। এছাড়াও অজয় সিংহের সঙ্গে সংবাদমাধ্যমের যোগাযোগও বহু পুরনো। প্রমোদ মহাজনের এনডিএ শাসনকালে ডিডি স্পোর্টস প্রতিষ্ঠার পিছনে অজয় সিংহের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডিডি নিউজ শুরুর পরিকল্পনাও ছিল তাঁর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)