এলফিনস্টোন: পদপিষ্টের ঘটনা নিয়ে কেন্দ্র, রাজ্যকে আক্রমণ শিবসেনা, কংগ্রেসের
![এলফিনস্টোন: পদপিষ্টের ঘটনা নিয়ে কেন্দ্র, রাজ্যকে আক্রমণ শিবসেনা, কংগ্রেসের Stampede A Massacre Fumes Shivsena Oppn Targets Govt এলফিনস্টোন: পদপিষ্টের ঘটনা নিয়ে কেন্দ্র, রাজ্যকে আক্রমণ শিবসেনা, কংগ্রেসের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/29144644/134.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: পদপিষ্টের ঘটনাকে ‘বিপর্যয়’ হিসেবে উল্লেখ করল মহারাষ্ট্রের শাসক দল বিজেপির শরিক শিবসেনা। অন্যদিকে, এই দুর্ঘটনার জন্য কেন্দ্রীয় ও মহারাষ্ট্র সরকারকে আক্রমণ করল বিরোধী কংগ্রেস।
অ-বিজেপি দলগুলির কটাক্ষ, প্রধানমন্ত্রীর স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়ণ করার আগে কেন্দ্রের উচিত যাত্রী নিরাপত্তা ও স্টেশনগুলির পরিষেবার উন্নয়নের ওপর জোর দেওয়া।
এদিন শিবসেনা সাংসদ রঞ্জয় রাউত বলেন, এই ঘটনা একটা বিপর্যয় যার জন্য কেন্দ্র ও রেল দায়ী। সময়ে সময়ে আমরা বহুবার দাবি তুলেছি, পুরনো ও ভঙ্গুর ফুটব্রিজগুলির সংস্কার করা হোক। কিন্তু, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সঞ্জয় যোগ করেন, বর্তমান রেল ব্যবস্থার খামতিগুলি পুরণ করার সময় নেই সরকারের, অথচ তারা বুলেট ট্রেন আনতে চায়। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি-শাসিত সরকারের শরিক হলেও, শিবসেনা একাধিকবার সমালোচনায় মুখর হয়েছে।
অন্যদিকে, পদপিষ্টের ঘটনাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে তার বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান অশোক চহ্বন। বিধানসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাধাকৃষ্ণ ভিকে-পাতিল জানান, মুম্বইয়ের স্টেশনগুলিতে ভিড়ের ইস্যু নিয়ে গত বছর রেলমন্ত্রীকে চিঠি লেখেন তারা। যদিও, কোনও সাড়া মেলেনি বলে দাবি কংগ্রেসের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)