এক্সপ্লোর
কর্নাটকে রাজ্যসভার ভোটে ‘টাকার খেলা’, দাবি স্টিং অপারেশনে

বেঙ্গালুরু: এ দেশে ঘোড়া কেনাবেচা নতুন নয়। কর্নাটকে রাজ্যসভার চার আসনের নির্বাচনে সমর্থনের বিনিময়ে বিধায়কদের বিভিন্ন ধরনের প্রস্তাব দেওয়ার বিষয়টি স্টিং অপারেশনে ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। ওই স্টিং অপারেশনে রাজ্যসভার নির্বাচনে কংগ্রেস বা জেডি-এস প্রার্থীদের সমর্থনের জন্য নির্দল বিধায়কদের ওই প্রস্তাব দেওয়ার হয়েছে বলে দাবি। ইংরেজি চ্যানেল টাইমস নাউ-এর ওই স্টিং অপারেশনে বিভিন্ন নেতা, বিধায়ক,মন্ত্রী এবং রাজ্যসভা নির্বাচনের দুই প্রার্থীর সাক্ষাত্কার ও মন্তব্য উল্লেখ করে ঘোড়া কেনাবেচার দাবি করা হয়েছে। ভোটের বিনিময়ে নির্দল বিধায়কদের তাঁদের বিধানসভা এলাকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ।স্টিং অপারেশন বেঙ্গালুরুর ডেপুটি মেয়রকেও স্বীকার করতে দেখা গিয়েছে যে, রাজ্যসভা ভোট কোটি টাকার মামলা। যদিও ভিডিও ফুটেজে কোনও আর্থিক লেনদেন দেখা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















