সুকমা হামলা: কলকাতা থেকে রায়পুরে সরল সিআরপিএফ কম্যান্ড হেডকোয়ার্টার্স
নয়াদিল্লি: সাম্প্রতিক মাওবাদী হামলার প্রেক্ষিতে সিআরপিএফ-এর মাওবাদী-দমন অভিযানের কম্যান্ড হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে ছত্তিশগড়ে স্থানান্তরিত করা হল।
গত ২ মাসে মাওবাদী হামলায় ছত্তিশগড়ে ৩৭ জন সিআরপি জওয়ান প্রাণ হারিয়েছেন। এরপরই কম্যান্ড সদরকে সোজা মাওবাদীদের ‘বিচরণক্ষেত্রে’ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এরপরই প্রস্তুতি শুরু করে দেয় এই আধা-সামরিক বাহিনী। গত ৪ মে, এই মর্মে কম্যান্ড হেডকোয়ার্টারকে সরানোর ঘোষণা করে সিআরপিএফ।
প্রসঙ্গত, পূর্বে এই হেডকোয়ার্টার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরেই ছিল। কিন্তু, ২০১০ সালে দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় ৭৫ জন নিহত হওয়ার পর উন্নতমানের যোগাযোগ, পরিষেবা ও অন্যান্য সুযোগ-সুবিধের কারণ দেখিয়ে তা কলকাতায় নিয়ে আসা হয়। এবার মাওবাদী সংস্যার জেরে ফের তা পুরনো জায়গায় ফিরে গেল।
আাগমীকালই নয়াদিল্লিতে মাওবাদী-অধ্যুষিত ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্র। বৈঠকের পৌরহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।
সূত্রের খবর, তার আগেই যাতে কম্যান্ড নতুন জায়গায় কাজ শুরু করে দেয় তা নিশ্চিত করতে বাহিনীর সদ্য নিযুক্ত প্রধান রাজীব রাই ভাটনগরকে নির্দেশ দেয় কেন্দ্র। এরপরই সিআরপি-র সেন্ট্রাল জোনের এডিজি কুলদীপ সিংহকে রবিবারই আকাশপথে কলকাতা থেকে রায়পুরে পাঠানো হয় দায়িত্বগ্রহণের জন্য।