এক্সপ্লোর
পাক-আগ্রাসনের যোগ্য জবাব সার্জিক্যাল স্ট্রাইক: শহিদ হেমরাজের স্ত্রী

মথুরা: পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি লঞ্চ প্যাডে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাকিস্তানকে "যোগ্য জবাব" দিয়েছে। এমনই মন্তব্য করলেন শহিদ জওয়ান হেমরাজের স্ত্রী ধর্মবতী।
স্বামী হারানোর যন্ত্রণা কোনওভাবেই ভুলতে পারেননি ধর্মবতী। ২০১৩ সালের ৮ জানুয়ারি জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ল্যান্স নায়েক হেমরাজের শিরচ্ছেদ করে পাকিস্তানি সেনা। পাকিস্তানে ঢুকে পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা কিছুটা হলেও মানসিক স্বস্তি দিয়েছে তাঁকে। তিনি বলেন, এই স্ট্রাইক সেনা জওয়ান এবং সাধারণ মানুষের মনোবল বাড়িয়ে তুলেছে। কিন্তু এই ধরনের পদক্ষেপ আরও আগেই নেওয়া হলে উরিতে আমাদের সেনা জওয়ানদের হারাতে হত না।
ধর্মবতী আরও বলেন, পাক-মদতপুষ্ট জঙ্গিদের প্রতি এতদিন নরম মনোভাব দেখানো একেবারেই উচিত হয়নি ভারত সরকারের। প্রসঙ্গত, উরি হামলার ঠিক ১১ দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরে ঢুকে সার্জিক্যাল অপারেশন চালায় সেনাবাহিনী। যথাযোগ্য জবাব দেয় ১৯ জন জওয়ানের মৃত্যুর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
খবর
আইপিএল
Advertisement
