এক্সপ্লোর
সার্জিক্যাল স্ট্রাইক অন্যান্য অভিযানের মতোই ছিল, মন্তব্য স্পেশাল প্যারাট্রুপারের

চণ্ডীগড়: গত বছর পাক-অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক অন্যান্য অভিযানগুলির মতোই ছিল বলে মন্তব্য করলেন এক স্পেশাল প্যারাট্রুপার। দেশের প্রথম সামরিক সাহিত্য উৎসবে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনীর চতুর্থ ইউনিটের ক্যাপ্টেন পদমর্যাদার ওই অফিসার সার্জিক্যাল স্ট্রাইকের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন, ‘ওটা বড়মাপের অভিযান ছিল। অভিযানের অনুমতি পাওয়ার পর আমরা সাধারণভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। আমাদের কাছে সার্জিক্যাল স্ট্রাইক অন্যান্য অভিযানগুলির মতোই ছিল। তবে বড়মাপের এই অভিযানে আমরা অনেক বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়েছিলাম। অন্যান্য অভিযানের তুলনায় এই অভিযানে শত্রুপক্ষের অনেক বেশি ক্ষয়ক্ষতি করেছিলাম।’ গত বছর জম্মু ও কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ জন জওয়ানের মৃত্যুর বদলা নিতে দু’সপ্তাহের মধ্যেই ২৮ সেপ্টেম্বর গভীর রাতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। এই অভিযান প্রসঙ্গে ওই অফিসার আরও বলেছেন, ‘আমরা প্রস্তুতির জন্য মাত্র ১০ দিন সময় পেয়েছিলাম। এত গোপনে প্রস্তুতি নিয়েছিলাম, অন্য কোনও ইউনিটকে কিছু জানাইনি। এই ধরনের অভিযানে অতর্কিতে হামলা চালানোই আসল বিষয়। নির্দিষ্ট স্থানে পৌঁছে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তিনটি লক্ষ্যে আঘাত হানার কথা ছিল। তার মধ্যে দু’টি জায়গায় আঘাতের দায়িত্ব ছিল চতুর্থ ইউনিটের উপর। অন্য জায়গায় আঘাত হানে নবম ইউনিট। আমরা মোট তিনটি আলাদা জায়গায় আঘাত করেছিলাম। আমিও সেই অভিযানের সঙ্গে যুক্ত ছিলাম। তবে এরপর আমার জীবনে কোনও বদল আসেনি। সেনাবাহিনীর জীবনযাপনই সেরা। আমি সেভাবেই চলছি।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















