এক্সপ্লোর
Advertisement
সুশান্ত মৃত্যু তদন্ত: মুম্বই পুলিশকে চিঠি লিখে অভিনেতার ফোন চাইবে সিবিআই
মোবাইলের তথ্য ঘেঁটে সিবিআই জানতে চায় যে, সুশান্ত কি সত্যিই হতাশায় ভুগছিলেন।
মুম্বই: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় সিবিআই এখন অভিনেতার মোবাইল ফোনটি পাওয়ার জন্য মরিয়া। মোবাইল ফোনটি চেয়ে মুম্বই পুলিশকে চিঠি লিখছে তারা। সুশান্তের মোবাইল থেকে তাঁর হোয়াটসঅ্যাপ বার্তাগুলি খতিয়ে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও, সুশান্ত মোবাইলের মাধ্যমে কোনও অর্থনৈতিক লেনদেন করেছিলেন কি না, তাও খতিয়ে দেখতে পারে সিবিআই।
মোবাইলের তথ্য ঘেঁটে সিবিআই জানতে চায় যে, সুশান্ত কি সত্যিই হতাশায় ভুগছিলেন। সুশান্তের ঘনিষ্ঠ বেশ কয়েকজন জানিয়েছেন যে, সুশান্ত মোটেও অবসাদগ্রস্ত ছিলেন না। সিবিআইয়ের একজন শীর্ষকর্তার মতে, মোবাইল ফোন এই মামলার সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ প্রমাণ এবং যোগসূত্র প্রমাণিত হতে পারে। এছাড়াও, মোবাইল ফোনটি পরীক্ষা করে জানা যেতে পারে যে, কার সঙ্গে সুশান্তের অর্থনৈতিক লেনদেন হয়েছিল।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুশান্তের মৃত্যুর সঠিক কারণ জানতে এফআইআর-এর অন্যান্য ধারায় তদন্ত করে দেখছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement