হাসপাতাল থেকে পালিয়ে জয়রাইডে করোনা সন্দেহভাজন রোগী, দুর্ঘটনা ঘটিয়ে ফের ভর্তি আইসিইউ-তে
দক্ষিণ কেরলের ২ হাসপাতালে জারি করা হল হাই অ্যালার্ট।
তিরুবনন্তপুরম: দক্ষিণ কেরলের ২ হাসপাতালে জারি করা হল হাই অ্যালার্ট। আর সেটাও হল একটি পথ দুর্ঘটনার কারণে। সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী কোল্লামের এক বাসিন্দা করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি ছিলেন। কোয়ারেনটাইন অবস্থায় থাকা কোল্লাম জেনারেল হাসপাতালের ওই রোগী কোনওপ্রকারে কর্তৃপক্ষকে রাজি করিয়ে জয়রাইডে বেড়িয়েছিলেন। মাঝপথে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। তিরুবনন্তপুরমে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ওই রোগীকে। আপাতত ভর্তি রয়েছেন আইসিইউ-তে।
পড়ুন : করোনা সন্দেহে আইসোলেশনে! ভিডিও কলে মৃত বাবার মুখ দেখল ছেলে, চিরবিদায় জানাল হাসপাতালের জানালা থেকে
হাসপাতাল সূত্রে খবর, ওই রোগীর সিটি স্ক্যান করানো হয়েছে। একই সঙ্গে করানো হয়েছে দাঁতেরও স্ক্যানিং। পরে রোগীর পরিবারের থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন দুর্ঘটনায় আহত ব্যক্তি কোভিড-১৯ সন্দেহভাজন।
উল্লেখ্য, এই ২ হাসপাতালে একাধিক ডাক্তার, অনেক প্যারামেডিক্যাল স্টাফ, একজন পুলিশ কর্মী ও একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার সহ মোট ৪০ জনকে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে। সূত্রের খবর, ওই ব্যক্তি করোনা পজিটিভ হলে এই ৪০ জনকেই বাধ্যতামূলক আইসলেশনে যেতে হবে।
পড়ুন : করোনা চিকিৎসায় সাফল্য পেল রাজস্থানের হাসপাতাল, কোন ওষুধে বাঁচল ইতালির প্রবীণ দম্পতি?
এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে চিকিৎসা পরিষেবা। কারণ, শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউশন ও মেডিক্যাল সায়েন্সের একজন চিকিৎসক স্পেন থেকে ফিরেছেন, যিনি কিনা করোনা পজিটিভ। ওই চিকিৎসক হাসপাতালের আরও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন, দেখেছেন রোগীও। যা নিয়ে আরও আশঙ্কিত কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী, শ্রী চিত্র তিরুনাল ইনস্টিটিউশন ও মেডিক্যাল সায়েন্সের সমস্ত ধরনের পরিষেবা ও সার্জারি বন্ধ। ১৪ দিন কোয়ারেনটাইন করা হবে হাসপাতালের চিকিৎসক সহ আরও অনেককে।