এক্সপ্লোর
Advertisement
৭৫ বছরের দাম্পত্য, স্বামীর মৃতদেহ জড়িয়ে ধরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী
মৃত্যুও বিচ্ছেদ ঘটাতে পারল না ৭৫ বছরের দাম্পত্য সম্পর্কে। ১০৪ বছরের স্বামীর মৃত্যর এক ঘন্টার মধ্যেই প্রয়াত হলেন ১০০ বছরের এক মহিলা। তামিলনাড়ুর পুডুকোট্টাই জেলায় গত সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। ৭৫ বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন ভেট্রিভেল (১০৪) এবং পিচায়ি (১০০)।
নয়াদিল্লি: মৃত্যুও বিচ্ছেদ ঘটাতে পারল না ৭৫ বছরের দাম্পত্য সম্পর্কে। ১০৪ বছরের স্বামীর মৃত্যর এক ঘন্টার মধ্যেই প্রয়াত হলেন ১০০ বছরের এক মহিলা। তামিলনাড়ুর পুডুকোট্টাই জেলায় গত সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। ৭৫ বছর আগে গাঁটছড়া বেঁধেছিলেন ভেট্রিভেল (১০৪) এবং পিচায়ি (১০০)। আলানগুড়ি তালুকের কুপ্পাক্কুড়ি আদি দ্রাবিড়ার কলোনিতে থাকতেন তাঁর। স্বামী-স্ত্রী দুজনেই শতায়ু হলেও তাঁদের দুজনেই স্বাস্থ্য ভালো ছিল বলে জানা গিয়েছে।
গত সোমবার রাতে বুকে ব্যথা অনুভব করেন ভেট্রিয়েল। তাঁর পৌত্র ও প্রপৌত্ররা তাঁকে আলানগুড়িতে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয় তাঁর। হাসপাতালের চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর তাঁর দেহ পরিবার পরিজনদের শ্রদ্ধা নিবেদনের জন্য কুপ্পাক্কুড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে এতদিনের সঙ্গীর মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পিচায়ি।
প্রবীন দম্পতির এক নাতি কুমারাভেল জানিয়েছেন, দাদুর মৃতদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন ঠাকুমা। তারপরই সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি। তারপর তাঁর আর কোনও সাড় মেলেনি। আমরা স্থানীয় চিকিত্সককে ডেতে আনি। চিকিত্সক জানান যে, আমাদের ঠাকুমাও আর নেই। দাদুর মৃত্যুর এক ঘন্টারও কম সময়ের মধ্যে মারা যান ঠাকুমা।
ওই দম্পতির পাঁচ ছেলে ও এক কন্যা ছাড়াও রয়েছেন ২৩ জন নাতি-নাতনি ও আরও তাঁদের সন্তানরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement