এক্সপ্লোর
Advertisement
বিনা টিকিটে সরকারি বাসে সওয়ার পায়রা, বিপাকে কন্ডাক্টর
চেন্নাই: তামিলনাড়ুতে এক অদ্ভূত ঘটনা ঘটেছে। পায়রাকে বিনা টিকিটে বাসে চড়তে দেওয়ার জন্য বিপাকে পড়লেন তামিলনাড়ুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এক কন্ডাক্টর। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই কন্ডাক্টরের লিখিত জবাবদিহি চেয়েছেন কর্পোরেশনের কর্তারা। গত শুক্রবার এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, হারুর শহর থেকে প্রত্যন্ত আদিবাসি গ্রামে ইল্লাভাডিতে যাওয়ার পথে ওই ঘটনা ঘটে। ওই বাসে ৮০ জন যাত্রী ছিলেন। মাঝপথে কর্পোরেশনের ইন্সপেক্টররা গাড়ি থামিয়ে যাত্রীদের টিকিটের পরীক্ষা শুরু করেন। সেই সময় এক ইন্সপেক্টরের চোখে পড়ে যে, এক মদ্যপ যাত্রীর হাতে একটি পায়রা ধরে বসে রয়েছে। ওই ব্যক্তি পায়রাটির সঙ্গে কথা বলছে। নিয়ম অনুসারে কোনও যাত্রী যদি পশু বা পাখি সঙ্গে নিয়ে যান, তাহলে অবশ্যই টিকিট কাটতে হবে। এ কথা মাথায় রেখেই ইন্সপেক্টর কন্ডাক্টরের কাছে ওই পায়রাটির টিকিট কাটা হয়েছে কিনা, তা জানতে চান।
জবাবে কন্ডাক্টর বলেন, ওই ব্যক্তির টিকিট যখন তিনি কাটেন তখন তার সঙ্গে পায়রাটি ছিল না। কিন্তু ইন্সপেক্টর কোনও কথাই শোনেননি। তিনি কন্ডাক্টরের বিরুদ্ধে মেমো জারি করেন। তামিলনাড়ু স্টেট কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কন্ডাক্টর যদি নিয়ম ভেঙে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
জেলার
খবর
Advertisement