এক্সপ্লোর
Advertisement
নোট বাতিলের পর ৩-৪ লক্ষ কোটি কালো টাকা জমা পড়ে থাকতে পরে বলে অনুমান সরকারের
নয়াদিল্লি: নোট বাতিলের পর ব্যাঙ্কগুলিতে ৩০ ডিসেম্বর পর্যন্ত যত টাকা জমা পড়েছে তার মধ্যে করফাঁকি দেওয়া অর্থের পরিমাণ ৩-৪ লক্ষ কোটি টাকা হতে পারে বলে মনে করছে সরকার। অর্থাত্, ওই পরিমাণ কালো টাকা ব্যাঙ্কগুলিতে জমা পড়েছে বলে সন্দেহ। নোট বাতিল পরবর্তী ৫০ দিনে ব্যাঙ্কগুলিতে পুরানো নোটে জমা পড়া টাকার পরিমাণ বিশ্লেষণ করে এই হিসেবে পাওয়া গিয়েছে বলে সরকারি সূত্রের দাবি। এক পদস্থ সরকারি আধিকারিক বলেছেন, আয়কর দফতরকে বিস্তারিত খতিয়ে দেখতে এবং ওই ৩-৪ লক্ষ কোটি টাকা যারা জমা দিয়েছে তাদের নোটিশ পাঠাতে বলা বলা হয়েছে। তিনি বলেছেন, আমাদের কাছে এখন প্রচুর তথ্য রয়েছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে, নোট বাতিলের পর ৬০ লক্ষ অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা করে জমা পড়েছে। ওই অ্যাকাউন্টগুলিতে মোট ৭.৩৪ লক্ষ কোটি টাকা জমা পড়েছে।
ওই আধিকারিক বলেছেন, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে গত ৯ নভেম্বর থেকে বিভিন্ন অ্যাকাউন্টে ১০,৭০০ কোটি টাকা জমা পড়েছে। তিনি বলেছেন, আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সমবায় ব্যঙ্কগুলির বিভিন্ন অ্যাকাউন্টে ১৬ হাজার কোটি টাকা জমা পড়ার বিষয়টি খতিয়ে দেখছে।
ওই আধিকারিক জানিয়েছেন, নোট বাতিলের পর নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিতে ২৫ হাজার কোটি টাকা জমা পড়েছে। এছাড়াও ৮ নভেম্বরের পর প্রায় ৮০ হাজার কোটি টাকার ঋণ পরিশোধ হয়েছে।
ওই আধিকারিক জানিয়েছেন, গত ৮ নভেম্বর থেকে বিভিন্ন ধরনের ব্যক্তির বিভিন্ন ধরনের নগদ জমার ভিত্তিতে ব্যাঙ্কগুলির কাছ থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট চাওয়া হয়েছে। ওই রিপোর্টগুলি সরকারের কাছে থাকা তথ্য সংক্রান্ত সূত্রের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর ওই রিপোর্টগুলি আয়কর বিভাগ, ইডি ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলির কাছে পাঠানো হয়েছে।
বিভিন্ন আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিতে ১৩ হাজার কোটি টাকা জমা পড়ার বিষয়টিও সংস্থাগুলির কাছে পাঠানো হয়েছে। এছাড়াও জঙ্গি উপদ্রুত রাজ্যগুলিতে নগদ জমার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ওই আধিকারিক আরও জানিয়েছেন, প্রতি অ্যাকাউন্টে ২ থেকে আড়াই লক্ষ টাকা করে ৪২ হাজার কোটি টাকা জমা পড়ার বিষয়টি খতিয়ে দেখে জানা গিয়েছে যে, ওই অ্যাকাউন্টগুলির প্যান, মোবাইল ও ঠিকানা একই। এ বিষয়ে খতিয়ে দেখছে আয়কর বিভাগ।
প্রধানমন্ত্রী জন ধন অ্যাকাউন্টগুলিতে নগদ জমার বিষয়টি সরকার খতিয়ে দেখছে এবং এ সংক্রান্ত রিপোর্ট আয়কর বিভাগের কাছে পাঠানো হয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, যে সব জন ধন অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার বেশি নগদ জমা হয়েছে সেগুলি খতিয়ে দেখা হবে। তিনি বলেছেন, যে সব অ্যাকাউন্টগুলিতে প্যান নেই, সেই সব অ্যাকাউন্টে ৫০ হাজার টাকার বেশি নগদ জমা পড়ার বিষয়ে ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement