এক্সপ্লোর
মুসলিম সংরক্ষণ ইস্যু, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী
![মুসলিম সংরক্ষণ ইস্যু, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী Telangana Quota Issue Cm K Chandrasekhar Rao To Meet Modi মুসলিম সংরক্ষণ ইস্যু, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/20114233/modi2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তিনি তাঁকে রাজ্যের মুসলিম সংরক্ষণ বিলে সবুজ সংকেত দেওয়ার জন্য অনুরোধ করবেন। জানালেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। রাজ্য বিজেপি অবশ্য আশাবাদী, কেন্দ্র ওই বিলকে বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেবে।
কেসিআর জানিয়েছেন, দিল্লিতে ২৩ তারিখ নীতি আয়োগের বৈঠকের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। তাঁকে অনুরোধ করবেন, যেন মুসলিম সংরক্ষণ বিলকে আইনি রক্ষাকবচ দেওয়া হয়। রবিবার, রাজ্য বিধানসভায় যখন বিলটি পাশ হচ্ছিল, ঘটনাচক্রে তখন মোদী ওড়িশায় বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে মন্তব্য করেন, মুসলমান সমাজের পিছিয়ে পড়া শ্রেণিকে মূল স্রোতে মিশিয়ে দেওয়ার জন্য আরও চেষ্টার প্রয়োজন। এতে উৎসাহিত কেসিআর জানিয়েছেন, তাঁর আশা, কেন্দ্র তাঁদের আইন সমর্থন করবে।
তেলেঙ্গানা বিধানসভায় পাশ হওয়া ওই বিল মুসলিমদের সংরক্ষণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণের হার টপকে গিয়েছে সুপ্রিম কোর্ট নির্ধারিত ৫০ শতাংশ। বিজেপি ছাড়া আর সব বিরোধী দল অবশ্য এই বিল সমর্থন করেছে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ আনার বিরোধিতা করায় কক্ষ থেকে সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়কদের।
তবে কেন্দ্রে এই বিল আটকে যাবে বলে দাবি করেছে রাজ্য বিজেপি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)