এক্সপ্লোর
Advertisement
শ্রীনগর থেকে ধৃত ২ জইশ জঙ্গি, প্রজাতন্ত্র দিবসে জম্মু-কাশ্মীরে উরির ধাঁচে হামলার ছক ফাঁস
আজ শ্রীনগর থেকে জইশ-ই-মহম্মদের দুই জঙ্গি গ্রেফতার হয়েছে।
নয়াদিল্লি: উরিতে যেভাবে হামলা চালিয়েছিল, সেভাবেই প্রজাতন্ত্র দিবসে জম্মু ও কাশ্মীরে ফের নাশকতার ছক কষছে জঙ্গিরা। সেনা শিবিরে আত্মঘাতী হামলাও হতে পারে। গোয়েন্দা সূত্রে এমনই খবর। এরই মধ্যে আজ শ্রীনগর থেকে জইশ-ই-মহম্মদের দুই জঙ্গি গ্রেফতার হয়েছে। ধৃত জঙ্গিরা এর আগে দু’বার গ্রেনেড হামলা চালিয়েছিল বলে জানা গিয়েছে।
প্রজাতন্ত্র দিবসের আগে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে গোয়েন্দা বিভাগের তথ্য চিন্তা বাড়িয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ‘পুলওয়ামার রাজপোরা গ্রামের একটি আপেল বাগানে জঙ্গিদের বৈঠক হয়েছে। এই বৈঠকে হাজির ছিল হিজবুল মুজাহিদিন, জইশ ও বিদেশি জঙ্গিরা। হিজবুল কম্যান্ডার জাহাঙ্গির মালিক, জইশ কম্যান্ডার জাহিদ মানসুরি, জইশ জঙ্গি ইয়াসির পারে সহ মোট আটজন জঙ্গি এই গোপন বৈঠকে ছিল। তারা ২৬ জানুয়ারি বা তার আগে-পরে হামলা চালানোর বিষয়ে আলোচনা করেছে। সেনা শিবিরে আত্মঘাতী হামলার বিষয়ে কথা হয়েছে। উরির ধাঁচে হামলা চালানোর ছকও কষছে জঙ্গিরা। বৈঠকে ঠিক হয়েছে, আত্মঘাতী হামলা চালাবে জইশ জঙ্গিরা। অন্য জঙ্গি সংগঠনগুলি তাদের সাহায্য করবে।’ এই তথ্য পাওয়ার পর নিরাপত্তারক্ষীরা তৎপরতা বাড়িয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement