এক্সপ্লোর
সরকার গঠনের তিন বছর পূর্ণ, মানুষকে ধন্যবাদ মোদীর, সমীক্ষায় ৬১ শতাংশ কেন্দ্রের কাজে খুশি, ৫৯ % দাবি উন্নতি প্রয়োজন

নয়াদিল্লি: ২০১৪-এ লোকসভা নির্বাচন জিতে তিন বছর আগে রাজধানী দিল্লির মসনদ বসেছিল বিজেপি। কেন্দ্রে সরকার গঠনের তিন বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় সরকারকে শুভেচ্ছাবার্তা জানিয়েছে সাধারণ মানুষ। তাঁদের ধন্যবাদ জানিয়ে মোদীর প্রতিক্রিয়া, তিনি এবং তাঁর সরকার সংস্কারের মাধ্যমে এক নতুন ভারত তৈরির লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। এই কাজে তাঁরা দেশের প্রতিটি মানুষের সহযোগিতা আগেও পেয়েছেন, আগামী দিনেও পাওয়ার আশা রাখেন।
নেটিজেনদের শুভেচ্ছাবার্তার পাল্টা মোদী তাঁর টুইটারে সকল দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। এরসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্য ১২৫ কোটি ভারতীয়র প্রতিভা এবং দক্ষতার হাত ধরেই আজ ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজের আলাদা জায়গা তৈরি করে নিতে পেরেছে।Thanks for your wishes. Through a 'reform to transform' approach we are committed to building a new India. https://t.co/vgb4nyb5hi
— Narendra Modi (@narendramodi) May 16, 2017
সরকারের তিন বছরের পূর্তিতে লোকাল সার্কেল নামের এক সিটিজেন এনগেজমেন্ট প্ল্যাটফর্ম একটি সমীক্ষা চালিয়েছিল। সেখানে দেখা গিয়েছে ৬১ শতাংশ মানুষ মনে করেন মোদী সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছে। অনেকের আবার দাবি আশাতীত ভাল কাজ করেছে মোদী সরকার। তবে ৫৯ শতাংশ মানুষ মনে করেন, এখনও প্রাক নির্বাচনী বহু প্রতিশ্রুতি পূরণ করা বাকি সরকারের। সমীক্ষায় দুশোটি জায়গার দু লক্ষ মানুষের মতামত নিয়েছিল সমীক্ষকরা। এই দুশোটি জায়গার মধ্যে ছিল টায়ার ওয়ান, টায়ার টু, টায়ার থ্রি শহর এবং গ্রামাঞ্চলগুলো। সমীক্ষা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রের কাজে খুশি নয়, এমন মানুষের সংখ্যা আগের থেকে তিন শতাংশ বেড়েছে। এদিকে কেন্দ্রের বিজেপি সরকারের তিন বছর পূর্তিতে আক্রমণ শানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। কী বলছে কংগ্রেস শুনব?Thank you. Strength is derived from the skills & talents of 125 crore people of India. https://t.co/GMuZrZOLaK
— Narendra Modi (@narendramodi) May 16, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















