এক্সপ্লোর
Advertisement
কংগ্রেস-হীন তৃতীয় ফ্রন্ট ‘মৃত জন্ম নেওয়া শিশু’, কটাক্ষ মইলির
হায়দরাবাদ: জাতীয় স্তরে বিজেপির মোকাবিলা করতে যে সময় অকংগ্রেসি- অবিজেপি ফ্রন্ট গড়ার বিষয়ে কোমর বাঁধছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই তৃতীয় ফ্রন্টের ফ্রন্টের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করল কংগ্রেস।
এদিন কংগ্রেসের শীর্ষ নেতা বীরাপ্পা মইলি জানান, তৃতীয় ফ্রন্ট একটি ‘মৃত জন্ম নেওয়া শিশু’ হবে। তাঁর দাবি, একমাত্র তাঁর দলের নেতৃত্বে গঠিত বিভিন্ন রাজনৈতিক দলের ‘সংঘ’, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র মোকাবিলা করতে পারে।
সম্প্রতি, অকংগ্রেসি-অবিজেপি ফ্রন্ট গঠন নিয়ে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে যোগাযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন সেই উদ্যোগকে কটাক্ষ করে মইলি দাবি করেন, কংগ্রেস ছাড়া কোনও ফ্রন্টই বিজেপির বিকল্প হতে পারে না।
তিনি বলেন, কংগ্রেসকেই সামনে থেকে (বিজেপির বিরুদ্ধে) নেতৃত্ব দিতে হবে। যারা তৃতীয় ফ্রন্টের স্বপ্ন দেখছে, কংগ্রেস ছাড়া কিছুই করতে পারবে না। কংগ্রেস ছাড়া তারা কোনও (জাতীয়স্তরে) নেতাকে চিহ্নিত করতে পারবে না। কারণ, সকলে আঞ্চলিক দল। ফলে, জাতীয়স্তরের দলকে ধরতেই হবে।
কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী মইলির মতে, কংগ্রেসকে বাদ দিয়ে অতীতে তৃতীয় ফ্রন্ট গঠনের চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি জানান, কংগ্রেস-হীন তৃতীয় ফ্রন্ট অবশেষে সেই বিজেপির চাপের কাছে নতিস্বীকার করবে। বইলি বলেন, বিজেপি-বিরোধী ফ্রন্ট করতে হলে, তা কংগ্রেস ও আঞ্চলিক দলের মেলবন্ধন হতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement