এক্সপ্লোর
Advertisement
এই মহিলা রাহুল গাঁধীকে বিয়ে করতে চান, দাবি স্বপ্নে তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন কং নেতা
ইলাহাবাদ: ভারতে বিগ ফ্যাট ওয়েডিং, তারকা-অভিনেতা বা নেতা মন্ত্রীদের বিয়ে, তাঁদের যদি কেউ প্রস্তাব দেয়, সেনিয়ে মানুষের আগ্রহ প্রচুর। রাহুল গাঁধী, তাঁর প্রেমিকা, বা তিনি কাকে বিয়ে করবেন, এনিয়েও মানুষের আগ্রহ প্রচুর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক মহিলার ভিডিও ছড়িয়ে পড়েছে, যিনি রাহুলের প্রেমে মুগ্ধ হয়ে গেছেন। শুধু প্রেম নয় ইলাহাবাদের বাসিন্দা সেই মহিলা রাহুলকে বিয়েও করতে চান। মহিলার দাবি কংগ্রেস সহ সভাপতি তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন তবে স্বপ্নে।
মহিলা সংবাদমাধ্যমে তাঁর এই ইচ্ছের কথা জানিয়ে একটি সাক্ষাত্কারও দিয়েছেন ইলাহাবাদে কংগ্রেস অফিসের বাইরে দাঁড়িয়ে। সেখানে তিনি বেশ কয়েকটি কারণ সকলকে দেখিয়েছেন, যেখানে তিনি বলেছেন কেন রাহুল তাঁকে বিয়ে করবেন। মহিলার স্পষ্ট যুক্তি রাহুল যদি দলিতদের সঙ্গে খাবার খেতে পারেন, দলিতদের সাহায্য করতে পারেন, তাহলে একজন দলিতকে বিয়ে কেন করতে পারবেন না? এই মহিলাও দলিত সম্প্রদায়ের মানুষ, দীর্ঘদিন ধরে কংগ্রেসের সমর্থনে কাজও করছেন। তাঁর সরাসরি প্রশ্ন রাহুলকে কেন তিনি তাঁকে বিয়ে করবেন না।
মহিলা জানিয়েছেন, তাঁর সঙ্গে রাহুলের বিয়ের কথা দশ বছর আগে শুরু হয়েছে। ২০০৬ সালে প্রথম রাহুলের সঙ্গে তাঁর বিয়ের কথা হয়। কিন্তু সেসময় কংগ্রেস সহ সভাপতির ওপর তেমন ভরসা ছিল না এই মহিলার। তবে ২০১৪ সালে দলে যোগদানের পর রাহুল সম্পর্কে ধারণা বদলে যায় ওই মহিলার।
আমেথিতে রাহুলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে বলেও দাবি করেছেন ওই মহিলা। কিন্তু তিনি কেন রাহুলের প্রেমে মুগ্ধ হলেন জানতে চাওয়া হলে ওই মহিলা বলেন, রাহুল একজন ভাল মানুষ, প্রধানমন্ত্রীর ছেলে, ভাল নেতাও। সাংবাদিকরা যখন জানতে চান, রাহুলের তরফে এবিষয় কোনও আশ্বাস তিনি পেয়েছেন কিনা, তখন মহিলা জানান একাধিকবার, তবে স্বপ্নে।
স্বপ্নে তাঁদের শুধু বিয়েই হয়নি, রাহুলের সন্তানের মাও হয়েছেন ওই দলিত মহিলা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement