এক্সপ্লোর
Advertisement
উরি হামলার নেপথ্যে যারা, তারা রেহাই পাবে না: মোদী
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৭ জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, হামলায় জড়িতরা রেহাই পাবে না।
https://twitter.com/narendramodi/status/777417302912430080
শহিদ জওয়ানদর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশের জন্য তাঁদের বলিদান চিরস্মরণীয় থাকবে। তাঁদের বলিদান বৃথা যাবে না।
এদিন ট্যুইটারে মোদী লেখেন, উরির সেনা ছাউনিতে কাপুরুষোচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা করে মোদী বলেছেন, এই হামলার পেছনে যারা রয়েছে, তাদের শাস্তি পেতে হবেই।
https://twitter.com/narendramodi/status/777417419203706880
মোদী জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গে তাঁর কথা হয়েছে। পর্রীকর কাশ্মীরের উদ্দেশে রওনা দিয়েছেন। রাজনাথ তাঁর বিদেশ সফর বাতিল করেছেন।
https://twitter.com/narendramodi/status/777417540976926725
শনিবার গভীর রাতে উত্তর কাশ্মীরের উরি শহরে অবস্থিত সেনাবাহিনীর ব্যাটালিয়ন সদরে আচমকা হামলা চালায়। হামলায় ১৭ জন জওয়ান শহিদ হন। আহত হন আরও ১৯ জওয়ান। সেনার পাল্টা গুলিতে খতম হয় চার জঙ্গি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
খবর
ক্রিকেট
Advertisement