এক্সপ্লোর
Advertisement
বাবাকে লিভার দান মেয়ের, এরপরও বলবেন ছেলেই চাই?
নয়াদিল্লি: কথায় আছে মেয়ে বা শিশুকন্যার আড়ালে ভগবান তাঁর দূত পাঠান মা-বাবার ঘরে। আর সেই কথা প্রমাণ করে দিলেন পূজা বিজারনিয়া নামের এই মেয়েটি। তাঁর বাবার প্রয়োজন ছিল লিভারের। মেয়ে পূজা এগিয়ে এলেন বাবাকে নতুন জীবন দিতে। এবং মেয়েরই অর্ধেক লিভার নবজীবন দিল বাবাকে। কিন্তু মেয়ে পূজার এই দান শুধুমাত্র অঙ্গদান হিসেবেই মনে থেকে যাবে না সকলের হৃদয়ে। বাবাকে নিঃস্বার্থভাবে অঙ্গদান করে পূজা একথাও বোঝালেন বাবা-মেয়ের সম্পর্ক অমলীন, এরমধ্যে কোনও স্বার্থ থাকে না, থাকে শুধু ভালবাসা।
ডক্টর রচিত ভূষণ শ্রীবাস্তব যিনি পূজার ছবিটি শেয়ার করেছেন, তিনি একথাও ছবির সঙ্গে লিখে দিয়েছেন, যাঁরা এখনও মনে করেন কন্যাসন্তান মানে পরিবারের বোঝা। যাঁরা এখনও ভাবেন মেয়ে নয়, পুত্র সন্তানই সংসারের আসল ধারক, তাঁদের মুখের ওপর কড়া জবাব দিলেন এই পূজা। বাবা-মেয়ের যে ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে দুজনেরই পেটের একই জায়গায় সেলাইয়ের দাগ রয়েছে।
বাবার জীবন বাঁচাতে পেরে ভীষণ খুশি পূজাও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement