এক্সপ্লোর
রাম রহিমকে মুক্ত করার চক্রান্ত, গ্রেফতার হরিয়ানার ৩ পুলিশ কনস্টেবল
![রাম রহিমকে মুক্ত করার চক্রান্ত, গ্রেফতার হরিয়ানার ৩ পুলিশ কনস্টেবল Three Haryana Cops Arrested For Conspiring To Free Ram Rahim রাম রহিমকে মুক্ত করার চক্রান্ত, গ্রেফতার হরিয়ানার ৩ পুলিশ কনস্টেবল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/14222644/files-india-cult-crime-guru_0dd255a4-8972-11e7-a194-d8b7abb7611c11-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চণ্ডীগড়: ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহকে মুক্ত করার চক্রান্তের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হল হরিয়ানার তিন পুলিশ কনস্টেবলকে। তাঁদের মধ্যে দু’জন হেড কনস্টেবল এবং একজন কনস্টেবল। পঞ্চকুলা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের স্থানীয় আদালতে পেশ করা হয়েছিল। বিচারপতি তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পঞ্চকুলার ডেপুটি কমিশনার অফ পুলিশ মনবীর সিংহ বলেছেন, ‘গত ২৫ অগাস্ট ডেরা প্রধানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন হেড কনস্টেবল অমিত, রাজেশ ও কনস্টেবল রাজেশ। বিশেষ সিবিআই আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর তাঁকে মুক্ত করার চক্রান্ত করেছিলেন এই তিন পুলিশকর্মী। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাম রহিমের নিরাপত্তার দায়িত্বে থাকা হরিয়ানা পুলিশের পাঁচ পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া পঞ্জাব পুলিশের তিন পুলিশকর্মীকেও গ্রেফতার করা হয়েছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বাজেট
বাজেট
খবর
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)