এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, কাশ্মীরের ত্রালে খতম তিন জঙ্গি, চলছে গুলির লড়াই
শ্রীনগর: শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি। এখনও চলছে গুলির লড়াই ।
গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে ত্রালের সাতোরা এলাকায় চার-পাঁচজনের একটি জঙ্গি দল লুকিয়ে রয়েছে। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালেই পাল্টা কড়া জবাব দেওয়া শুরু হয় নিরাপত্তাবাহিনীর তরফে।
এদিকে গত ৯ জুলাই ত্রালের আরিবাল এলাকায় একটি সেনা ছাউনি লক্ষ্য করে জঙ্গিরা গ্রেনেড ছুঁড়লে আহত হন এক সিআরপিএফ জওয়ান।
তথ্য বলছে এবছর এখনও পর্যন্ত নিরাপত্তাবাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ ১০২জন জঙ্গিকে খতম করতে সক্ষম হয়েছে। তথ্য অনুযায়ী, গত সাত বছরে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে এবছরই সবচেয়ে বেশি জঙ্গির মৃত্যু হয়েছে। এরমধ্যে বেশিরভাগ অপারেশনই হয়েছে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, সোপিয়ান এবং অনন্তনাগ জেলায়। এছাড়া উত্তর কাশ্মীরের বান্দিপোড়া, কুপওয়ারা এবং মধ্য কাশ্মীরের বুদগামেও সেনা-জঙ্গি সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে একাধিকবার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement