এক্সপ্লোর
Advertisement
সুখবর, বাঘের সংখ্যা বাড়ল মানস ন্যাশনাল পার্কে
নয়াদিল্লি: ব্যাঘ্রপ্রেমীদের জন্য সুখবর। ভারত ও ভুটান জুড়ে অবস্থিত মানস ন্যাশনাল পার্কে বাঘের সংখ্যা বাড়ল। ২০১১-১২ সালের গণনায় ১৪টি বাঘ পাওয়া গিয়েছিল এই অভয়ারণ্যে। সাম্প্রতিক গণনায় দেখা গিয়েছে, এখানে ২১টি বাঘ আছে।
ভারতের দিক থেকে মানস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ, ভুটানের রয়্যাল মানস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ, জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ এবং ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের ভারতীয় শাখা ৭২ দিন ধরে এই গণনা করেছে। ৫৬০ বর্গকিলোমিটার অরণ্যে গণনা করা হয়েছে। ভুটানের দিকে ১১টি এবং ভারতে ১৪টি বাঘ পাওয়া গিয়েছে।
গণনার সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেছেন, গণনার সময় ক্যামেরায় বাঘের ছবি তোলা হয়েছে। ২১টি বাঘের মধ্যে চারটি দু দেশেই যাতায়াত করে। বাঘ বাড়ায় সবাই খুশি। সারা বিশ্বেই বাঘের সংখ্যা বাড়ছে। এর মধ্যে ভারতে বৃদ্ধির হার সবচেয়ে বেশি। ভারতে এখন ২,২২৬টি বাঘ আছে।
অসমের মানস ন্যাশনাল পার্কে এক সময় ৮০টি বাঘ ছিল। ১৯৮৫ সালে ইউনেস্কো এই অভয়ারণ্যকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছিল। কিন্তু অসমে জাতিগত সংঘর্ষের ফলে ব্যাঘ্রকূল বিপন্ন হয়ে পড়ে। ১৯৯২ সালে ইউনেস্কো এই অভয়ারণ্যকে বিপদগ্রস্ত বলে ঘোষণা করে। তবে ২০১১ সালে এই বিপদবার্তা প্রত্যাহার করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement