রেললাইন পাতার জন্য সরানো হল টিপু সুলতানের অস্ত্রাগার
নয়াদিল্লি: রেললাইন বসানো হবে। তাই শ্রীরঙ্গপটনমে অবস্থিত মহীশূরের শাসক টিপু সুলতানের গোটা অস্ত্রাগারটাই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হল। বলাই বাহুল্য, দেশে প্রথমবার এভাবে কোনও হেরিটেজ প্রপার্টি বা ঐতিহ্যবাহী সম্পত্তি গোটা অবস্থায় সরানো হল।
রেল মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানান, বিশেষজ্ঞদের সহায়তায় একটি বিশাল কর্মকাণ্ডের দায়িত্ব নেওয়া হয়েছিল। অত্যন্ত সাফল্যের সঙ্গেই গোটা অস্ত্রাগারটি কাছের একটি জায়গায় সরানো হয়।
টিপু সুলতানের রাজত্বকালে (১৭৮২-১৭৯৯) এই অস্ত্রাগারটি তৈরি হয়েছিল। ২০১৩ সালে বেঙ্গালুরু ও মহীশূরের মধ্যে ডবল লাইন তৈরি করার সিদ্ধান্ত নেয় রেল। কিন্তু, সমস্যা দেখা দেয় এই অস্ত্রাগার ঘিরে। কারণ,প্রস্তাবিত রেললাইনটি যেখান দিয়ে যাওয়ার কথা, সখানেই ছিল অস্ত্রাগারটি।
ওই আধিকারিক জানান, তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, গোটা অস্ত্রাগার (হেরিটেজ স্ট্রাকাচার) সরানো হবে। সেইমতো, আগের জায়গা থেকে প্রায় ৪০ মিটার দূরে সরানো হয় অস্ত্রাগারটি।
প্রায় একমাস ধরে ধাপে ধাপে ও অত্যন্ত সন্তর্পণে অস্ত্রাগারের কোনও ক্ষতি না করে তা সরানো হয়। এর জন্য মার্কিন বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হয়। খরচ হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। জানা গিয়েছে, প্রায় ৩৭টি উচ্চশক্তিসম্পন্ন জ্যাক ব্যবহার করে গোটা মনুমেন্টটি মাটি থেকে তুলে পাশে বসানো হয়।