এক্সপ্লোর
Advertisement
মুণ্ডে পরিবার পরিচালিত ব্যাঙ্কে কালো টাকা সাদা করার অভিযোগ, বিশিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা
মুম্বই: মুম্বইয়ের প্রথমসারির চিকিৎসক পদ্মভূষণ পুরস্কার জয়ী সুরেশ আডবাণী, এবং ঔরঙ্গাবাদের সিআইআইজিএমএ হাসপাতালের মালিক চিকিৎসক সুরেশ তাকালকারের বিরুদ্ধে বৈদ্যনাথ শহর সমবায় ব্যাঙ্কে কালো টাকা সাদা করার অভিযোগে মামলা দায়ের। সিবিআই সূত্রে খবর, গতকাল ওই সমবায় ব্যাঙ্কের ১১টি শাখাতে অভিযান চালিয়ে মিলেছে বেশ কয়েকটি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ। টাকা লেনদেনেও মিলেছে বিস্তর গরমিল। বাতিল নোটে ১০ কোটি টাকা বাজেয়াপ্ত করার সূত্রে ওই ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযান চালানো হয়। কালো টাকা সাদা করার অভিযোগে, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই ব্যাঙ্কের দুই ম্যানেজার-সহ চারজনকে। ধৃতদের মধ্যে ব্যাঙ্কের দুই কর্মীও রয়েছেন।
মহারাষ্ট্রের মুণ্ডে পরিবার পরিচালিত সমবায় ব্যাঙ্ক চিকিৎসকদের কালো টাকা সাদা করেছে বলে জানতে পেরেছে সিবিআই।
কালো টাকাকাণ্ডে এবার সিবিআইয়ের নজরে মহারাষ্ট্রের নারী ও শিশুকল্যাণমন্ত্রী পঙ্কজা মুণ্ডের বোন, বিজেপি সাংসদ প্রীতম মুণ্ডে ওই সমবায় ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর। প্রয়াত বিজেপি নেতা গোপীনাথ মুণ্ডে এই ব্যাঙ্কের সূচনা করেছিলেন।
গত ১৫ ডিসেম্বর তিলক নগরে একটি গাড়ি থেকে ১০.১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করার ঘটনার সূত্রে তদন্তের নজরে আসেন এই ব্যাঙ্কের আধিকারিকরা।
প্রাথমিক তদন্তে আয়কর বিভাগ জানতে পেরেছে, বাজেয়াপ্ত করা অর্থের পুরোটাই ছিল বাতিল নোটে এবং তা নতুন নোটে বদলানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
অভিযুক্ত দুই ব্যাঙ্ক ম্যানেজার বীদ ও ঔরঙ্গাবাদ থেকে ওই টাকা মুম্বইতে নিয়ে আসছিলেন। তদন্তে আরও জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা মহারাষ্ট্র স্টেট আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কে জমা দেওয়া হয়। ওই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement