এক্সপ্লোর
প্রচণ্ড গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশকে বাটার মিল্ক খাওয়ানো হল হায়দরাবাদে

হায়দরাবাদ: ভারতের এখন প্রায় সমস্ত রাজ্যই প্রচণ্ড গরমে পুড়ছে। সাধারণত, গরম থেকে বাঁচতে বেশিরভাগ মানুষকেই পরামর্শ দেওয়া হয় দুপুরবেলা ঘরের মধ্যে থাকতে, বেশি করে জল খেতে, তেল-মশলা ছাড়া খাবার খেতে। কিন্তু কিছু কিছু কাজ আছে, যেগুলো রোদে, জলে পুড়েই করতে হয়। তারমধ্যে অন্যতম হল ট্র্যাফিক পুলিশের দায়িত্ব। ট্র্যাফিক পুলিশদের রোদে দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজেই নিজের দায়িত্ব পালন করতে হয়। হায়দরাবাদে পোড়া রোদের কথা সকলেই জানে। তাই সেখানকার প্রশাসন দিনের বেলা যে সমস্ত ট্র্যাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়ে নিজেদের কাজ করেন, তাঁদের বাটারমিল্ক খাওয়ালেন। হায়দরাবাদ প্রশাসন প্রত্যেক পুলিশকে দু প্যাকেট করে বাটারমিল্ক খাইয়েছেন। আবিড ট্র্যাফিক পুলিশ স্টেশনের সার্কেল অফিসার সুমন কুমার জানিয়েছেন, সারা হায়দরাবাদের সমস্ত ট্র্যাফিক পুলিশকেই এই বাটারমিল্কের প্যাকেট দেওয়া হয়েছে। বাইরে প্রখর রোদে কর্তব্যরত পুলিশকর্মীদের শরীরে জলের সমতা ঠিক রাখার জন্যেই সেখানকার প্রশাসনের এই অভিনব উদ্যোগ। তবে ওই দুটি প্যাকেট ছাড়াও গ্লু-কোন ডি এবং জলের বোতলও দেওয়া হচ্ছে পুলিশকর্মীদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















